চাকরি ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন পোথাস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫: ৩৬
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫: ৩৬

বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানান নিক পোথাস। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

পোথাসের চাকরি ছাড়ার ইস্যুতে নাফিস বলেন, ‘চাকরি ছেড়ে দেবেন সেটা ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষেই পোথাস আমাদের জানিয়েছেন। তিনি পারিবারিক কারণ দেখিয়েছেন।’

বিজ্ঞাপন

২০২৩ সালে সহকারী কোচ হিসেবে পোথাসকে নিয়োগ দেয় বিসিবি। তার সঙ্গে চুক্তি ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। কিন্তু তার এক বছরের বেশি সময় আগে পদত্যাগ করলেন তিনি।

ফেসবুক পোস্টে পোথাস লিখেছেন, ‘অন্য সব ভালো অধ্যায়ের মতো এই অধ্যায়টিরও সমাপ্তি হতো। বিসিবিতে কিছূ দুর্দান্ত মানুষের সঙ্গে সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, গড়েছি অসাধারণ স্মৃতি। এখন পরিবারকে নিয়ে ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কি আছে।’

বিদায়ী বার্তায় বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানাতে ভুলেননি পোথাস, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। দলের সবাইকে অনেক মিস করব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত