রাজা-কারানকে ফিরিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫: ২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফেরানো হয়েছে সিকান্দার রাজা ও বেন কারানকে।

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না রাজা। অন্যদিকে হাতের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেননি কারান। এই দুইজনের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে ফেরানো হয়েছে টানুনুরওয়া মাকোনি ও রয় কাইয়া। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাকুদানাশে কাইতানো, কুন্দাই মাতিগিমু, ওয়েসলে মাধেভের ও প্রিন্স মাসভাউরে।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম টেস্টে আগামী ৩০ জুলাই মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড। ৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দুটি ম্যাচই হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, রয় কাইয়া, টানুনুরওয়া মাকোনি, ক্লাইভ মাদান্ডে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত