যে কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২০: ১১

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। যদিও কোনো রাজনৈতিক কারণে নয়, আর্থিক সঙ্কটে মোহাম্মদ নবি, রশিদ খানদের বিপক্ষে মাল্টি ফরম্যাট সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম।

আইসিসির সফর সূচি অনুযায়ী, আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল এশিয়ান দলটির। যদিও সবশেষ প্রকাশিত আন্তর্জাতিক সূচি থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে আইরিশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী বলেন, ‘আর্থিক কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আমরা স্বপ্ল মেয়াদি বাজেটের সীমাবদ্ধতা মোকাবেলা করছি। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের কৌশলগত লক্ষ্যের বিষয়টি মাথায় রেখে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত