১৮১ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০: ২১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০: ৩০

জমে উঠেছে সিডনি টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ ম্যাচের প্রথম ইনিংসে ১৮৫ রান অলআউট ভারত। জবাব দিতে নেমে সফরকারীদের চেয়েও খারাপ সময় পার করল অস্ট্রেলিয়া। ১৮১ রানে গুটিয়ে গেছে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে এক বু ওয়েবস্টার ছাড়া আর কেউ ফিফটির দেখা পাননি। প্রসিদ কৃষ্ণার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫৭ রান করেন এই অভিষিক্ত অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন স্টিভেন স্মিথ। ২৩ রান আসে আগের ম্যাচেই অভিষেক হওয়া স্যাম কনস্টাসের ব্যাট থেকে। ২ রান কম করেন অ্যালেক্স ক্যারি।

বিজ্ঞাপন

অস্টেলিয়াকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেন মোহাম্মদ সিরাজ ও কৃষ্ণা। সমান ৩টি করে উইকেট নেন এই দুজন। জাসপ্রিত বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডির শিকার ২টি করে উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত