আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তর এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বুলবুলের

স্পোর্টস রিপোর্টার
শান্তর এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বুলবুলের

শ্রীলঙ্কার কাছে কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হারের পর ক্রিকেটপ্রেমীদের মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত হতেও বেশি সময় লাগেনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার এমন সিদ্ধান্ত ভালো লাগেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে।

তিন সংস্করণেই শান্ত’র নেতৃত্ব খেলছিল বাংলাদেশ। তবে কিছুদিন আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সসে দাঁড়ান বাঁহাতি ব্যাটার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করে বিসিবি। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় রব উঠে, টেস্ট নেতৃত্ব ছেড়ে দেবেন শান্ত। অবশেষে সেটাই সত্যি হলো। অবশ্য তার নেতৃত্ব ছাড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানতেন না বুলবুল।

বিজ্ঞাপন

টেস্টের পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বুলবুল মনে করেন, সিরিজের মাঝপথে শান্ত’র এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

গণমাধ্যমকে বুলবুল বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছি। ম্যাচ শেষ হওয়ার পর পরই শান্ত পদত্যাগ না করলে ভালো হতো। এসব বিষয় দলের ওপর প্রভাব রাখে। সিরিজটা দেশে হলে একটা কথা ছিল। শান্ত তো বাকি দুটি সিরিজের দলেও আছে। আমার মনে হয়, একজন অধিনায়ক হিসেবে সে আরেকটু চিন্তা করতে পারতো। কারণ দলটা তো সবার আগে।’

বিসিবি বস আরও বলেন, ‘শান্ত টেস্টের নেতৃত্ব ছাড়বে এই খবরটা উড়ো উড়োভাবে জেনেছিলাম। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি নাজমুল আবেদিন ফাহিম ভাইকে শ্রীলঙ্কায় পাঠিয়েছি। সেখানে তিনি ড্রেসিংরুমে একই সঙ্গে তিন অধিনায়ককে পাবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন