কেনের গোলে জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯: ৪৭
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২: ৫৬

জার্মান বুন্দেসলিগায় নিজেদের সবশেষ ম্যাচে মনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ান জায়ান্টদের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

বুরুশিয়া পার্কে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় মনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেছে বায়ার্ন। বল দখল ও আক্রমণে নেতৃত্ব দিয়ে স্বাগতিকদের ওপর চাপ বাড়ায় তারা। কিন্তু নিজেদের ভুলে কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধ গোলহীন শেষ হওয়ার পর ৬৮ মিনিটে আনন্দের উপলক্ষ্য পায় সফরকারী শিবির। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন কেন।

বিজ্ঞাপন

বাকি সময় বেশকিছু সুযোগ পেলেও আর ব্যবধ্যন বাড়াতে পারেনি বায়ার্ন। এটা লিগে ভিনসেন্ট কোম্পানির দলের টানা তৃতীয় জয়। যথারীতি টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ১৬ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেভারকুজেন। পাঁচ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ২৪ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে মনশেডগ্ল্যাডবাখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত