স্পোর্টস রিপোর্টার
বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ আজ শুরু হয়েছে। সকালে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
শুরুতেই প্রধান অতিথি বাংলাদেশসহ বিদেশী দল দু’টিকে স্বাগত জানান এবং দুদিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
প্রতিযোগিতার প্রথম দিনেই ৪৫ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের মো: জাহিদ হাসান নেপালের রিওয়াজ লামা তামংকে পরাজিত করে শুভ সূচনা করেন। এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান বিকেএসপি (বি) দলের হালাথুই চিং মারমা ও বিকেএসপি (ডি) দলের বারন পায়েল।
অপর স্বর্ণটি আসে ৫০ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (সি) দলের মোঃ ওয়াদুদ রনির হাত ধরে। এ ওজন শ্রেণিতে রৌপ্য পদক পান বিকেএসপির (বি) দলের আমির হোসেন এবং ব্রোঞ্জ পদক পান চাঁপাইনবাবগঞ্জের মো: সুলতান মাহমুদ ও বিকেএসপির (এ) দলের মো: আব্দুল হামিদ শাহরিয়ার।
মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের রেমী হাসি বিকেএসপি (বি) দলের সিফাত আরা শুশিকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করেন এবং ব্রোঞ্জ পদক পান নেপালের সমিতা নেপালী ও বাংলাদেশ আনসারের ফারিয়া আক্তার রীনা।
মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে নেপালের নিশা শ্রেষ্ঠ বিকেএসপি (সি) দলের স্বর্ণা রাণী সরকারকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন। এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান বাংলাদেশ আনসারের মুশফিকা খাতুন ও বিকেএসপি (এ) দলের সোনিয়া।
প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের জন্য লড়বে। বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করছে। আগামীকাল দু’দিন ব্যাপি এ টুর্নামেন্টের সমাপ্তি হবে।
বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ আজ শুরু হয়েছে। সকালে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
শুরুতেই প্রধান অতিথি বাংলাদেশসহ বিদেশী দল দু’টিকে স্বাগত জানান এবং দুদিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
প্রতিযোগিতার প্রথম দিনেই ৪৫ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের মো: জাহিদ হাসান নেপালের রিওয়াজ লামা তামংকে পরাজিত করে শুভ সূচনা করেন। এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান বিকেএসপি (বি) দলের হালাথুই চিং মারমা ও বিকেএসপি (ডি) দলের বারন পায়েল।
অপর স্বর্ণটি আসে ৫০ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (সি) দলের মোঃ ওয়াদুদ রনির হাত ধরে। এ ওজন শ্রেণিতে রৌপ্য পদক পান বিকেএসপির (বি) দলের আমির হোসেন এবং ব্রোঞ্জ পদক পান চাঁপাইনবাবগঞ্জের মো: সুলতান মাহমুদ ও বিকেএসপির (এ) দলের মো: আব্দুল হামিদ শাহরিয়ার।
মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের রেমী হাসি বিকেএসপি (বি) দলের সিফাত আরা শুশিকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করেন এবং ব্রোঞ্জ পদক পান নেপালের সমিতা নেপালী ও বাংলাদেশ আনসারের ফারিয়া আক্তার রীনা।
মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে নেপালের নিশা শ্রেষ্ঠ বিকেএসপি (সি) দলের স্বর্ণা রাণী সরকারকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন। এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান বাংলাদেশ আনসারের মুশফিকা খাতুন ও বিকেএসপি (এ) দলের সোনিয়া।
প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের জন্য লড়বে। বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করছে। আগামীকাল দু’দিন ব্যাপি এ টুর্নামেন্টের সমাপ্তি হবে।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে