আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবিতে দ্বৈত ভূমিকায় সৈকত

স্পোর্টস রিপোর্টার
বিসিবিতে দ্বৈত ভূমিকায় সৈকত

বিসিবির হেড অব এডুকেশন নাকি চুক্তিবদ্ধ আম্পায়ার? কোন ভূমিকায় আছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতÑএ প্রশ্নটাই জেগেছে এখন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন এই অভিজ্ঞ আম্পায়ার। এরপরই মূলত বিসিবিতে তার ভূমিকা কী, এ নিয়ে জেগেছে প্রশ্ন। কারণ, চলতি বছরের এপ্রিলে বিসিবির চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি। ফলে এখনো বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার হিসেবে আছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোয় ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। সে সময় তার চাকরি ছাড়ার এই বিষয়টি তুমুল আলোচনার জন্ম দেয়। চাকরি ছাড়ার ওই ঘোষণার পর সেপ্টেম্বর পর্যন্ত আর কোনো ম্যাচ পরিচালনা করেননি তিনি। তবে সময়-সুযোগমতো ফের আম্পায়ারিং করাবেন বলে জানান। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনায় ফেরেন।

এর আগে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু জানান, এডুকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে ওই ঘোষণার পর গত পরশু ভুল সংশোধন করে মিঠু আমার দেশকে জানান, হেড অব এডুকেশন নয়, আম্পায়ার্স এডুকেটর হিসেবে কাজ করবেন সৈকত। তিনি বলেন, সৈকতকে হেড অব এডুকেশনের দায়িত্ব দিতে চাওয়া হলেও, তা নিতে রাজি হননি। সে কারণে আম্পায়ার্স এডুকেটর হিসেবে কাজ করবেন।

আম্পায়ার্স এডুকেটর হিসেবে বিসিবিতে কাজ শুরু করার অপেক্ষায় থাকা সৈকত কিন্তু বিসিবিতে আম্পায়ার হিসেবেও থাকবেন। দিনভিত্তিক চুক্তিতে তাকে আম্পায়ার হিসেবেও রাখা হবে বলে নিশ্চিত করেন ইফতেখার রহমান মিঠু। এমনকি আম্পায়ার্স এডুকেটরের দায়িত্বও দিনভিত্তিক চুক্তিতেই হবে বলে জানান। তিনি আরো বলেন, সৈকত এখন আইসিসির চাকরি করছে। তাকে কম সময় পাওয়া যাবে, সে কারণে দিনভিত্তিক চুক্তিতে তাকে বিসিবিতে কাজে লাগানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন