আর্জেন্টিনার এক ম্যাচেই ভারতের খরচ সাড়ে ৫০০ কোটি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৫: ৫৮

নভেম্বরে ভারতে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা ফুটবল দল- সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ)। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজদের নিয়ে আয়োজিত সে ম্যাচের জন্য আকাশচুম্বী অর্থ খরচ করতে হবে আয়োজক কেরালা সরকারকে।

এএফএ জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে কেরালা সফর করবে আর্জেন্টিনা। ম্যাচটিতে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি আয়োজকরা। তবে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি, অস্ট্রেলিয়া, কোস্টারিকা, জাপান কিংবা মরক্কো- এই চার দলের মধ্যে যেকোনো একটির বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

দুটি দলই বাইরের হওয়ায় মোটা অঙ্কের অর্থ খরচ হবে কেরাল সরকারকে সেটা অবধারিত। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আর্জেন্টিনার প্রীতি ম্যাচটির জন্য সাকুল্যে ৪০০ কোটি রুপি খরচ করতে হবে কেরালা সরকারকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫৫৬ কোটি টাকা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেবল আর্জেন্টিনার দলের জন্যই ১৩০ কোটি রুপি বা ১৮১ কোটি টাকা খরচ করতে হয়েছে আয়োজকদের। আর্জেন্টিনাকে আনতে কেরালা সরকারকে স্পন্সর করছে ব্রডকাস্টিং কোম্পানি ‘রিপোর্টার’। ইতোমধ্যে নাকি এএফএ’কে চুক্তির পুরো অর্থ পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানিয়েছেন রিপোর্টারের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন।

ভারত সফরে আর্জেন্টিনা দলের সঙ্গে আসবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান। তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সেটা নিয়ে এখনও কিছু জানায়নি আয়োজকরা। গণমাধ্যমের খবর- বহুল আকাঙ্খিত ম্যাচটি হবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত