বাংলাদেশ কেন নাম্বার ওয়ান হতে পারবে না, জানতে চান বুলবুল

রংপুর অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪: ০০

আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ সব সময় পড়ে থাকে নিচের দিকে। বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিড়ে। কিন্তু এমনটা ঠিক মানতে পারছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টাইগারদের দেখতে চান তিনি, ক্রিকেটের তিন সংস্করণের শীর্ষে। ক্রিকেট অনুরাগীদের সেই স্বপ্ন দেখিয়ে বুলবুল প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাংলাদেশ কেন ক্রিকেটের নাম্বার ওয়ান টিম হতে পারবে না? গতকাল শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিসিবি প্রধান বাংলাদেশ ক্রিকেট দলের র‌্যাংকিং পজিশন নিয়ে বলেন, ‘১২ দলের মধ্যে সব সময় আমরা ৭-৮-৯ ও ১০ এর মধ্যেই থাকি। কেন আমরা ওয়ানডেতে এক নাম্বার টিম হতে পারব না? কেন আমরা এক নাম্বার টেস্ট টিম হতে পারব না? কেন আমরা টি-টোয়েন্টিতে ১ নাম্বার হতে পারব না? এটা জাস্ট সময়ের ব্যাপার। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়ন করতে হবে। আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট যেন সব সময় ভালো কিছু করে।’

রংপুরে বিসিবির আঞ্চলিক কার্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। এ নিয়ে বুলবুল বলেন, ‘রংপুরে ক্রিকেট বোর্ডের ছোট্ট একটি অফিস স্থাপন করব ইনশাআল্লাহ। যার কাছে অভিযোগ, আপনাদের গল্প, সবকিছু বলবেন। তাদের কাছ থেকে আমরা শুনব। এখানকার সিলেকশন কমিটি থাকবে। এখানকার টিম থাকবে। ছেলে ও মেয়েদের দল থাকবে। এখানে রংপুরের দল থাকবে। রংপুর থেকে বাস ধরে রাজশাহীতে খেলতে যাবে। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। সারা বাংলাদেশকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ক্রিকেটার নাসির হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত