স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের ম্যাচের সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর হ্যান্ডশেক বিতর্কে জড়িত থাকার জন্য জিম্বাবুয়ের এই রেফারি ক্ষমা চেয়েছেন বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এটাকে নৈতিক জয় হিসেবে ধরে নিয়েছে তারা। তবে পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুই পক্ষের এই রেষারেষিতে নীরব ভূমিকা পালন করছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুদলের অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেন পাইক্রফট। এর জেরে আসরের বাকি সময়ের জন্য তাকে অব্যাহতির জোর দাবি তোলে পিসিবি। সেই দাবিতে আইসিসি ভ্রুক্ষেপ না করায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। অবশ্য পরে মাঠে নেমেছে তারা। ম্যাচের পর পিসিবি জানিয়েছে, পাইক্রফট ক্ষমা চাওয়ার পর তবেই মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান!
পিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাইক্রফটের ক্ষমা চাওয়া নিয়ে একটি বিবৃতি দেয়। প্রমাণ হিসেবে প্রকাশ করা হয় এক ভিডিও, যেখানে অধিনায়ক সালমান আগা, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসনসহ কয়েকজনকে দেখা যায়। তবে সেই ভিডিওতে কোনো শব্দ ছিল না। পিসিবি লেখে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন আইসিসির বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অ্যান্ডি পাইক্রফট ১৪ সেপ্টেম্বরের ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে তুলে ধরে ক্ষমা চেয়েছেন।’
তবে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি পাইক্রফটের ক্ষমা চাওয়ার কোনো প্রমাণ নেই। বরং পাকিস্তান যদি ম্যাচ বা টুর্নামেন্ট বয়কট করতো তাহলে তাদের মোটা অংকের জরিমানা গুনতে হতো। সেটা টের পেয়ে পাকিস্তান শেষমেষ মাঠে নামতে বাধ্য হয়।
চলতি এশিয়া কাপে ভারত অধিনায়কের হ্যান্ডশেক না করার বিতর্ক পুরো ক্রিকেট বিশ্বের আলোচনা-সমালোচনার খোরাক হয়ে দাড়িয়েছে।
এশিয়া কাপের ম্যাচের সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর হ্যান্ডশেক বিতর্কে জড়িত থাকার জন্য জিম্বাবুয়ের এই রেফারি ক্ষমা চেয়েছেন বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এটাকে নৈতিক জয় হিসেবে ধরে নিয়েছে তারা। তবে পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুই পক্ষের এই রেষারেষিতে নীরব ভূমিকা পালন করছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুদলের অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেন পাইক্রফট। এর জেরে আসরের বাকি সময়ের জন্য তাকে অব্যাহতির জোর দাবি তোলে পিসিবি। সেই দাবিতে আইসিসি ভ্রুক্ষেপ না করায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। অবশ্য পরে মাঠে নেমেছে তারা। ম্যাচের পর পিসিবি জানিয়েছে, পাইক্রফট ক্ষমা চাওয়ার পর তবেই মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান!
পিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাইক্রফটের ক্ষমা চাওয়া নিয়ে একটি বিবৃতি দেয়। প্রমাণ হিসেবে প্রকাশ করা হয় এক ভিডিও, যেখানে অধিনায়ক সালমান আগা, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসনসহ কয়েকজনকে দেখা যায়। তবে সেই ভিডিওতে কোনো শব্দ ছিল না। পিসিবি লেখে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন আইসিসির বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অ্যান্ডি পাইক্রফট ১৪ সেপ্টেম্বরের ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে তুলে ধরে ক্ষমা চেয়েছেন।’
তবে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি পাইক্রফটের ক্ষমা চাওয়ার কোনো প্রমাণ নেই। বরং পাকিস্তান যদি ম্যাচ বা টুর্নামেন্ট বয়কট করতো তাহলে তাদের মোটা অংকের জরিমানা গুনতে হতো। সেটা টের পেয়ে পাকিস্তান শেষমেষ মাঠে নামতে বাধ্য হয়।
চলতি এশিয়া কাপে ভারত অধিনায়কের হ্যান্ডশেক না করার বিতর্ক পুরো ক্রিকেট বিশ্বের আলোচনা-সমালোচনার খোরাক হয়ে দাড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪০ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে