দল বাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, চালুর পথে ওয়ানডে সুপার লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৩০

ক্রিকেটের বড় দলগুলোকে সুবিধা দিতে দুই স্তরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা চলছিল। তাতে শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান বেড়ে যেতো বাংলাদেশের মতো দেশগুলোর। তবে সেটা হচ্ছে না। উল্টো টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ দল থেকে বাড়িয়ে ১২ দলে আনার পরিকল্পনা চলছে অর্থাৎ আগামী চক্রে আইসিসির পূর্ণ সদস্য ১২টি দলকেই দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

একই সঙ্গে পুনরায় চালু হতে পারে ওয়ানডে সুপার লিগ। গত সপ্তাহে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে এসব সুপারিশ করে একটি ওয়ার্কিং গ্রুপ, যা অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি। তিন ফরম্যাটের ক্রিকেটে নানা অগ্রগতি নিয়ে ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টোজ।

এদিকে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আবার এই ফরম্যাটে সুপার লিগ চালুর ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। সবশেষ সুপার লিগে হয়েছিল ২০২৩ বিশ্বকাপের আগে। ২০২০ সালের জুলাই থেকে শুরু হওয়া ওই লিগে লড়েছিল ১৩টি দল। ২০২৩ সালের বিশ্বকাপের পর এই লিগের প্রস্তাব বাতিল হয়ে যায়। ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতেই ২০২৮ সাল থেকে ফের শুরু হতে পারে এই আসর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত