আফগানিস্তানকে চ্যাম্পিয়ন হওয়ার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৩: ৪৪

বিশ্ব ক্রিকেট ইতোমধ্যে নিজেদের শক্তির জানান দিয়েছে আফগানিস্তান। দলটিতে আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যারা নিজেদের দিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সবশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টেই চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দিয়ে আসছে তারা। তাই আগামী এক দশকে আফগানিস্তানের শিরোপা জেতার দারুণ সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন।

সামর্থ্যের পাশাপাশি প্রতিভা সমৃদ্ধ আফগানিস্তান দলের একটা সমস্যার কথা জানিয়েছেন স্টেইন। তার মতে, ধৈর্যের অভাব আছে আফগান ক্রিকেটারদের। তাই স্টেইনের পরামর্শ, বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্যের জন্য আফগান ক্রিকেটারদের প্রচুর ধৈর্য ধরতে হবে।

বিজ্ঞাপন

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে টিকে ছিল আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাসমতউল্লাহ শাহিদিদের।

স্টেইন বলেন, ‘ধৈর্য শেখার জন্য আফগানিস্তানের ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে হবে। দলটির ক্রিকেটারদের জন্য এটা সবচেয়ে বড় দরকারী বিষয়। একবার ধৈর্য রপ্ত করতে পারলে আগামী এক দশকে তারা নিশ্চিতভাবেই বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জিততে পারবে।’

স্টেইন আরও বলেন, ‘আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে নেমে দ্রুত কিছু করে ফেলতে চায়। তাদের ধৈর্য কম। উইকেট নেওয়ার ধৈর্য নেই। ব্যাটারদের অবস্থাও একই রকম। তারাও তাড়াহুড়ো করে। প্রথম ওভার থেকেই মেরে খেলতে চায়। এভাবেই শেষ পর্যন্ত চালিয়ে যেতে চায়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত