রিয়ালের নতুন ‘নাম্বার নাইন’ এনদ্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৪: ২২

কয়েক দিন আগেই ১০ নম্বর জার্সির নতুন মালিক হিসেবে কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। তাতেই খালি পড়ে ছিল ৯ নম্বর জার্সি। এবার সেই জার্সির মালিক হলেন এনদ্রিক। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা এনদ্রিকের নাম লেখা ৯ নম্বর জার্সির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছে রিয়াল। এর আগে এমবাপ্পে ছাড়াও লস ব্লাঙ্কোসদের হয়ে এই জার্সি পরে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, আলফ্রেডো ডি স্টেফানোসহ আরো অনেক খ্যাতিমান ফুটবলাররা।

বিজ্ঞাপন

পালমেইরাস ছেড়ে গত মৌসুমে রিয়ালে পাড়ি জমান এনদ্রিক। স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে এতোদিন ১৬ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই জার্সির নতুন মালিক হয়েছেন গঞ্জালো গার্সিয়া।

প্রতিবেদনে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এনদ্রিক নিজে ৯ নম্বর জার্সি চেয়ে নেননি। রিয়ালের কোচিং স্টাফের সদস্যরাই তাকে এই জার্সি দিয়েছে। এই জার্সি পাওয়ার দৌঁড়ে এনদ্রিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন গার্সিয়া। কিন্তু প্রথম দলের খেলোয়াড়ের হিসেবে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন ১৯ বছর বয়সী ফুটবলার।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, চলমান গ্রীষ্মে এনদ্রিককে ধারে অন্য কোনো ক্লাবে পাঠাতে চায় রিয়াল। যদিও ক্লাবের এই সিদ্ধান্তে রাজি নন এনদ্রিক। বেশকিছু গণমাধ্যমের দাবি, জাবি আলোনসোর গুডবুকে নেই তার নাম। মাদ্রিদের ক্লাবটিতে ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মাঝেই এবার ৯ নম্বর জার্সি পেলেন তিনি। রিয়ালের হয়ে সবশেষ মৌসুমে ৩৭ ম্যাচে মাঠে নামেন এনদ্রিক। এর মধ্যে বেশিরভাগই বদলি হিসেবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত