
স্পোর্টস ডেস্ক

পাঁচ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছিল। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জেতে কি উদযাপনটাই না করেছিল লিভারপুল! অ্যানফিল্ডের ভরা গ্যালারিকে সাক্ষী রেখে পরিচিত সেই গান ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, বোতলের পর বোতল শ্যাম্পেইন শেষ করা, বাজি ফোঁটানো থেকে শুরু করে লিভারপুল শহরজুড়ে লাল উৎসব। সেই উৎসব টানা কয়েকদিন ধরে চলেছে। ফুটবলার, কোচিং স্টাফ থেকে শুরু করে ভক্তরা ভেসে যাচ্ছিলেন আনন্দের মিছিলে। কিন্তু স্মরণীয় সেই উৎসব শেষেই কোথায় যেন হারিয়ে গেছে মার্সিসাইডের ক্লাবটি। স্রেফ একবাক্যে বলা যায়, ব্যর্থতার বৃত্তে আটকে গেছে আর্নে স্লটের দল।
লিভারপুলের ২০তম লিগ শিরোপা এসেছিল চার ম্যাচ বাকি রেখেই। কে জানতো দাপটের সঙ্গে শিরোপা জেতার পরের গল্পটা তিক্ততায় ভরে উঠবে তাদের! কেউ জানুক আর নাই জানুক, ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের শিরোপা জেতার পর থেকেই তিক্ত সত্যের মুখোমুখি হতে হয়েছে অল রেড হিসেবে পরিচিত ক্লাবটিকে। তিন ম্যাচ খেলে একটিতেও পায়নি জয়ের দেখা- দুটি হারের বিপরীতে একটিতে ড্র করেছে। খুব স্বাভাবিকভাবেই তাদের এমন বাজে পারফরম্যান্স শিরোপা জেতার আনন্দকে কিছুটা হলেও মাটিচাপা দিয়েছে।
গত ২৭ এপ্রিল টটেনহাম হটস্পারকে অ্যানফিল্ডে ডেকে এনে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে লিভারপুল। পরের ম্যাচেই পায় হারের তিক্ত স্বাদ। স্ট্যাম্পফোর্ড ব্রিজ থেকে চেলসির কাছে ৩-১ গোলের হার নিয়ে ফেরে মোহাম্মদ সালাহ, লুইস দিয়াসরা। এরপর আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নরা। সবশেষ সোমবার (১৯ মে) দিবাগত রাতে ফ্লেমার স্টেডিয়ামে গিয়ে স্বাগতিক ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও পরাজয় বরণ করতে হয়েছে অতিথিদের। অন্তত পয়েন্ট ভাগ করার সুযোগ ছিল তাদের সামনে। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই দলের স্কোরলাইন ২-২ ছিল। পরের মিনিটেই লিভারপুলের জাল কাঁপান জ্যাক হিসশেলউড। বাকি সময়ে আর ম্যাচ ফিরতে পারেনি সফরকারী দল।

পাঁচ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছিল। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জেতে কি উদযাপনটাই না করেছিল লিভারপুল! অ্যানফিল্ডের ভরা গ্যালারিকে সাক্ষী রেখে পরিচিত সেই গান ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, বোতলের পর বোতল শ্যাম্পেইন শেষ করা, বাজি ফোঁটানো থেকে শুরু করে লিভারপুল শহরজুড়ে লাল উৎসব। সেই উৎসব টানা কয়েকদিন ধরে চলেছে। ফুটবলার, কোচিং স্টাফ থেকে শুরু করে ভক্তরা ভেসে যাচ্ছিলেন আনন্দের মিছিলে। কিন্তু স্মরণীয় সেই উৎসব শেষেই কোথায় যেন হারিয়ে গেছে মার্সিসাইডের ক্লাবটি। স্রেফ একবাক্যে বলা যায়, ব্যর্থতার বৃত্তে আটকে গেছে আর্নে স্লটের দল।
লিভারপুলের ২০তম লিগ শিরোপা এসেছিল চার ম্যাচ বাকি রেখেই। কে জানতো দাপটের সঙ্গে শিরোপা জেতার পরের গল্পটা তিক্ততায় ভরে উঠবে তাদের! কেউ জানুক আর নাই জানুক, ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের শিরোপা জেতার পর থেকেই তিক্ত সত্যের মুখোমুখি হতে হয়েছে অল রেড হিসেবে পরিচিত ক্লাবটিকে। তিন ম্যাচ খেলে একটিতেও পায়নি জয়ের দেখা- দুটি হারের বিপরীতে একটিতে ড্র করেছে। খুব স্বাভাবিকভাবেই তাদের এমন বাজে পারফরম্যান্স শিরোপা জেতার আনন্দকে কিছুটা হলেও মাটিচাপা দিয়েছে।
গত ২৭ এপ্রিল টটেনহাম হটস্পারকে অ্যানফিল্ডে ডেকে এনে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে লিভারপুল। পরের ম্যাচেই পায় হারের তিক্ত স্বাদ। স্ট্যাম্পফোর্ড ব্রিজ থেকে চেলসির কাছে ৩-১ গোলের হার নিয়ে ফেরে মোহাম্মদ সালাহ, লুইস দিয়াসরা। এরপর আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নরা। সবশেষ সোমবার (১৯ মে) দিবাগত রাতে ফ্লেমার স্টেডিয়ামে গিয়ে স্বাগতিক ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও পরাজয় বরণ করতে হয়েছে অতিথিদের। অন্তত পয়েন্ট ভাগ করার সুযোগ ছিল তাদের সামনে। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই দলের স্কোরলাইন ২-২ ছিল। পরের মিনিটেই লিভারপুলের জাল কাঁপান জ্যাক হিসশেলউড। বাকি সময়ে আর ম্যাচ ফিরতে পারেনি সফরকারী দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে