পাক-ভারত সংঘাত নিয়ে বার্তা

তীব্র সমালোচনার মুখে জয় শাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২৩: ৩০

পাকিস্তানের বিপক্ষে সামরিক সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন জয় শাহ। তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন আইসিসি সভাপতি।

ইসরাইলি আগ্রাসনের বিপক্ষে সরব হওয়ায় উসমান খাজার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। ফিলিস্তিনের পক্ষ নিয়ে জুতা ও ব্যাটে প্রতীকী বার্তা যুক্ত করার পাশাপাশি কালো আর্মব্যান্ড পরেছিলেন তারকা ওপেনার। পরে তাকে মূল ম্যাচে এসব থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেয় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিজ্ঞাপন

যদিও মাঠের বাইরের ইস্যু হলেও জয় শাহকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। যেটাকে পুরোপুরি অন্যায় বলে মনে করছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের ক্রীড়া সাংবাদিক ম্যালকন কন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহর ওই বার্তা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার করা প্রতিবেদনটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কন। ক্যাপশনে লিখেছেন, ‘আইসিসির পক্ষ থেকে উসমান খাজাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেন এই ব্যাটার ফিলিস্তিনে শান্তির পক্ষে ব্যাটে কিংবা জুতায় আর বার্তা না দিতে পারেন। অথচ আইসিসি প্রধান সামরিক সংঘাত চলাকালীন প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন দিয়ে গেলেন। কি এক ভণ্ডামি!’ কনের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জয় শাহকে নিয়ে বিষোদগার করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত