মেন্ডিসের মতো ভয়ডরহীন ব্যাটিংয়ের পরামর্শ মুশতাকের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩: ১১

বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটিতে ৪.৪ ওভারে ৭৮ রান তোলেন তারা। ১৬ বলে ৪২ রান করে নিশাঙ্কা ফিরে গেলেও আরেকপ্রান্তে টিকে থেকে ঝড় অব্যাহত রাখেন মেন্ডিস। শেষ পর্যন্ত ৫১ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৭৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দল জেতানোর জন্য বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকেও এমন ভয়ডরহীন ব্যাটিং দেখতে চান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর কাঠগড়ায় উঠেছে বাংলাদেশের ব্যাটারদের সাবধানী ব্যাটিং। নিশাঙ্কা-মেন্ডিসরা দেখিয়েছে, এই সংস্করণে বাংলাদেশের ব্যাটাররা কতটা পিছিয়ে। টি-টোয়েন্টি মানেই যে মারো নয়ত মরো- এই পাঠটা এখনও রপ্ত করতে পারেনি বাংলাদেশ। তাই ব্যাটিংয়ে মনোভাব পরিবর্তনের বার্তা দিয়েছেন মুশতাক।

বিজ্ঞাপন

মুশতাক বলেন, ‘আমরা ভালো শুরু পেয়েও তা ধরে রাখতে পারিনি। ওদের কুশল মেন্ডিস ব্যাটিংয়ে যেটা করে যাচ্ছে আমাদের ব্যাটসম্যানদেরও সেটা করতে হবে। ৩০-৪০ রান করে আউট না হয়ে আরও বড় ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যান হিসেবে আপনি যখন ক্রিজে আসবেন তখন আপনাকে সুযোগ কাজে লাগাতে হবে। ইনিংস বড় করতে হবে। আপনি যদি ৩০ রান করে ক্রিজে টিকে থাকেন তাহলে সেটাকে ৭০ বা ৮০ রানে নিয়ে যেতে হবে। আপনি তখনই খেলাট শেষ করে আসতে পারবেন যখন দলীয় পুঁজি ১৭- বা ১৮০ হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত