আর্জেন্টিনার বিপক্ষে ৫ বলেই কানাডার ওয়ানডে জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২২: ৫৮

ফুটবলে আর্জেন্টিনা দুনিয়ার পরাশক্তিদের অন্যতম। তিনটি তারকাও রয়েছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে। কিন্তু ক্রিকেটে সেই আর্জেন্টিনা একেবারেই নবীন এক দল। তার প্রমাণ তো মিলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। যুক্তরাষ্ট্রের মাঠে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল শুরুতে ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। পরে মাত্র ৫ বল মোকাবিলা করেই জয় ছিনিয়ে নেয় কানাডা অনূর্ধ্ব-১৯ দল। তাপর মানে জয়টা পেয়েছে তারা ২৯৫ বল হাতে রেখেই! রোববার এমন অবাক করা ঘটনাই ঘটেছে যুবাদের বৈশ্বিক আসরের বাছাই পর্বে।

বিজ্ঞাপন


তবে যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে অল্পের জন্য বেঁচে গেছে আর্জেন্টিনা। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ২২ রানে বিধ্বস্ত হয়েছিল স্কটল্যান্ড। কানাডা-আর্জেন্টিনা ম্যাচটি অবশ্য যুব ওয়ানডের মর্যাদা নেই। যে কারণে আর্জেন্টিনার ২৩ রানে অলআউট হওয়ার ঘটনা দ্বিতীয় সর্বনিম্ন রানের সংগ্রহ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে না। কানাডার ৫ বলের জয়ও দ্রুততম রান তাড়ার রেকর্ডের মর্যাদা পাচ্ছে না। দ্রুততম রান তাড়া করে জয়ের রেকর্ডটি এখনো অস্ট্রেলিয়ার দখলে। তারা জিতেছিল ৩.৫ ওভারে।


জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ২৩ রানেই থেমে যায় আর্জেন্টিনার ইনিংস। যার মধ্যে ৭ রানই আসে ‘অতিরিক্ত’ থেকে। কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের দেখা পাননি। ৭ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন ‘গোল্ডেন ডাক’ মেরে। আর্জেন্টাইনদের একাই ধসিয়ে দিয়েছেন কানাডার জার্সিতে খেলা জগমানদীপ পাল। মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৬ উইকেট নেন। ৫ ওভার বোলিং করে পান ৩টি মেডেন।
লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বল খেলেই দুই বাউন্ডারি ও দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন একাই। ক্রিজের অন্য প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রান নিয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত