দ. আফ্রিকার লক্ষ্য সিরিজ, জিম্বাবুয়ের সমতার লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০: ০০

দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ের টেস্টের লড়াইটা অসম। প্রথম টেস্টে দুই দলের শক্তিমত্তার আকাশপাতাল পার্থক্য দেখা গেছে। ৩২৮ রানের বড় জয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা। আজ আবারও মাঠে নামছে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আছে ফুরফুরে মেজাজে। তারা জিতলে বা ড্র করলেই বাগিয়ে নেবে ট্রফি। আজ বেলা ২টায় বুলাওয়েতে মাঠে নামবে দুই দল।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের লিডিং স্পিনার কেশভ মহারাজকে পাচ্ছে না। প্রথম টেস্টে কুঁচকিতে টান খেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন মহারাজ। তাতে অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে তার অধিনায়কত্ব করার কোনো নজির নেই! তবে এই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন মুল্ডার। খেলেছেন ২০ টেস্ট।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকছে স্বাভাবিকভাবেই। তরুণরাই তাদের বড় শক্তি। প্রথম ম্যাচে ১৫৩ রানের ইনিংস খেলা লুয়ান ডি প্রিটোরিয়াসের সঙ্গে থাকছেন সেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট নেওয়া অলরাউন্ডার করবিন বোশ। মুল্ডার ও ডেভিড ব্রেভিস তো আছেনই। বিপরীতে জিম্বাবুয়ের ভরসা তাদের অভিজ্ঞরাই। শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা, ক্রাইগ আরভিন ও ব্লেজিং মুজারাবানিরাই ভরসা।

সিরিজ বাঁচানোর ম্যাচে জিম্বাবুয়ের একাদশে একটা পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে কনকাশনের শিকার হওয়া ব্রায়ান বেনেটের জায়গায় খেলতে পারেন প্রিন্স মাসভাউরে। দক্ষিণ আফ্রিকার একাদশে মহারাজের জায়গায় আসতে পারেন সেনুরান মুতুসামি।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত