আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের শীর্ষ লিগের প্রত্যাবর্তনে মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতে মাঠে নামে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও দুই দলের জন্য রাতটা এক রকম যায়নি।
এমিরেটস স্টেডিয়ামে ফুলহামকে ডেকে এনে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। লিগে এটা গানারদের টানা দ্বিতীয় জয়। গত ৯ মার্চ ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগ করার পর চেলসিকে হারায় মিকেল আর্তেতার শিষ্যরা। এবার পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলো ফুলহামের বিপক্ষে। নিজেদের মাঠে ম্যাচের ৩৭ মিনিটে ফুলহামের ডেডলক ভাঙেন মিকেল মেরিনো। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। অতিরিক্ত সময়ে সফরকারী দলের হয়ে ব্যবধান কমান মুনিজ।
আর্সেনালের সঙ্গে ড্র করার পর আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার ঠিক আগে লিস্টার সিটির মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ইউনাইটেড। নিজেদের জয়ের ধারা বেশিদূর টেনে নিতে পারল না রেড ডেভিলরা। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে তারা। সিটি গ্রাউন্ডে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি ইলাঙ্গা। ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে নটিংহাম। ইউনাইটেডের অবস্থান ১৩তে। তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। শীর্ষে আছে লিভারপুল। রেডদের সংগ্রহ ৭০ পয়েন্ট।

