আনচেলত্তি এখন লা লিগার শিরোপার দিকে তাকিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬: ৩৪
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬: ৪৫
কার্লো আনচেলত্তি

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে কোপা দেল রে'র শ্রেষ্ঠত্ব হারিয়ে কোচ কার্লো আনচেলত্তির চোখ এখন লা লিগার এল ক্লাসিকোতে। সামনের মহারণটি জিতে স্প্যানিশ লিগ শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে চান এ ইতালিয়ান কোচ।

বিজ্ঞাপন

এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা লড়াই করেছি এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম‍্যাচেও আমরা লড়াই করব। আজ যেমন করলাম তেমন লড়াই আমরা করব।’

শিরোপা জিততে না পেরে যারপরনাই হতাশ আনচেলত্তি। তবে দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দের বলির পাঠা বানাতে রাজি নন ইতালিয়ান এ ফুটবল গুরু, ‘লিগ শিরোপার জন‍্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সম পর্যায়ের ফুটবল খেলেছি এবং শিরোপা জেতার খুব কাছে ছিলাম। শিরোপা জিততে না পেরে আমি খুবই ব‍্যথিত। তবে খেলোয়াড়দের দোষারোপের কিছু নেই, কারণ যেমন খেলার কথা আমরা তেমনই খেলেছিলাম।’


চ‍্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায় হয়েছে আগেই। এবার হারালেন কোপা দেল রে’র শিরোপা। অনেকে মনে করছেন, আনচেলত্তির চাকরি এখন হুমকির মুখে। তার পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নিজের ভবিষ‍্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন রিয়াল কোচ, ‘আমি চালিয়ে যেতে পারি, আমি থেমে যেতে পারি। তবে এটা আগামী কয়েক সপ্তাহের ইস‍্যু, আজকের নয়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত