অবসরের আগে যে স্বপ্ন দেখেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৯: ৪০

নয় বছর কোচিং করিয়ে গত মৌসুমে লিভারপুলের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। মার্সিসাইডের ক্লাব অধ্যায় তার কোচিং ক্যারিয়ারে যোগ করেছে ভিন্ন মাত্রা। এখন অবসরের আগে জার্মানি জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের কোচিং করানোর স্বপ্ন দেখেন ক্লপ। এমনটাই জানিয়েছেন তার বন্ধু এবং সাবেক সতীর্থ মিরোস্লাভ তানজগা।

বর্তমানে ফুটবল সংশ্লিষ্টতায় থাকলেও কাজটা ডাগআউটে নয়- রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবলের প্রধানের দায়িত্ব পালন করছেন ক্লপ। যদিও পুনরায় কোচিংয়ে ফিরতে চান এই জার্মান মাস্টারমাইন্ড।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে তানজগা বলেন, ‘ক্লপ নিজের দুটি স্বপ্ন স্বপ্নের কথা আমাকে বলেছিল। সে জার্মানি এবং রিয়াল মাদ্রিদের কোচ হতে চায়। এর মধ্যে একটিও পূরণ হবে কিনা সেটা বলা যাচ্ছে না।’

ক্লপের এই বন্ধু আরও বলেন, ‘আমি মনে করি, কোনো এক সময় ক্লপ জার্মানি ফুটবল দলের কোচ হবে। তাছাড়া রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে তার নাম আলোচনায় থাকার কথা। যদিও এখনই কিছু বলার সুযোগ নেই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত