প্রিমিয়ার লিগের একধাপ দূরে হামজার শেফিল্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ২২: ৩০

প্রথম লেগে বিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ওঠার প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত করে রেখেছিল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টলকে তাদের মাটিতে হারানো শেফিল্ড নিজেদের মাঠে দলটিকে বিধ্বস্ত করেছে ৬-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৯-০ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগে ওঠার প্লে অফ নিশ্চিত করে হামজা চৌধুরীর দল। অর্থ্যাৎ আর মাত্র একটি জয় পেলেই ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠে যাবে শেফিল্ড।

প্লে অফ নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হামজা চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ, কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি…সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।’ প্রিমিয়ার লিগে ওঠার প্লে অফে ওঠার লড়াইয়ে ২৪ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেফিল্ডের প্রতিপক্ষ হবে সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মধ্যকার জয়ী দল।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের প্রথম বিভাগ লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয় তিনটি দল। চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দুই দল লিডস ইউনাইটেড ও বার্নলি ইতোমধ্যে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে। তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে থাকে টেবিলের তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থাকা চার দল। এই চার দল প্লে অফে সেমিফাইনাল ও ফাইনাল খেলে নিজেদের মধ্যে। এখানে জয়ী হওয়া দল জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে।

এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগে খেলেছিল শেফিল্ড ইউনাইটেড। সেবার ৩৮ ম্যাচে মাত্র তিন জয় পাওয়া দলটি নেমে গিয়েছিল চ্যাম্পিয়নশিপ লিগে। এবার তৃতীয় অবস্থানে থেকে এক মৌসুম বিরতি দিয়ে ফের প্রিমিয়ার লিগে ফেরার অপেক্ষায় আছে।

তবে শেষ পর্যন্ত শেফিল্ড প্রিমিয়ার লিগ নিশ্চিত করতে পারলে হামজা চৌধুরী কোথায় খেলবেন সেটা নিশ্চিত নয়। কারণ, লেস্টার সিটি থেকে ছয় মাসের জন্য ধারে শেফিল্ডের হয়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী। ফলে মৌসুম শেষেই শেফিল্ডের সঙ্গে শেষ হবে তার চুক্তির মেয়াদ। ফিরে যাবেন মূল দল লেস্টার সিটিতে। এই দিকে লেস্টার ইতোমধ্যে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন নিশ্চিত করেছে। শেফিল্ডের হয়ে ধারে খেলে যেভাবে পারফর্ম করেছেন ও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন হামজা, তাতে তাকে ধরে রাখতে চেষ্টা করতেও পারে ক্লাবটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত