মেয়েকে হারালেন হযরতউল্লাহ জাজাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৫: ২৬

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটার হযরতউল্লাহ জাজাইয়ের দুই বছরের কন্যা সন্তান। আফগানিস্তান ক্রিকেট দলের আরেক সদস্য করিম জানাত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জাজাইয়ের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তান ক্রিকেটে। অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছর বয়সী ক্রিকেটারকে। যদিও তার মেয়ের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

মৃত্য সংবাদ নিশ্চিত করতে জাজাই লিখেছেন, ‘আমি আপনাদের সকলের সাথে এই সংবাদটি ভাগ করে নিতে গভীরভাবে দুঃখিত যে আমার ভাই হযরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছেন। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার এবং তার পরিবারের জন্য আমার হৃদয় দুঃখে ব্যথিত। এই মর্মান্তিক ক্ষতির মধ্য দিয়ে যাওয়া সময়ে তাদের প্রার্থনায় রাখুন। হযরতউল্লাহ জাজাই এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

২০১৬ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। এখন পর্যন্ত আফগানদের হয়ে ৪৫টি কুড়ি ওভারের ম্যাচের পাশাপাশি ১৬টি ওয়ানডে খেলেছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত