ব্রুক-স্মিথের প্রতিরোধ ভেঙে ভারতের লিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২৩: ৫৬
ব্রুকের আউট যেন ইংল্যান্ডের প্রতিচ্ছবি। ছবি: এএফপি

একশ রানের আগেই পাঁচ উইকেট পতনের পর ইংল্যান্ডের হাল ধরেছিলেন হ্যারি ব্রুক ও জেমি স্নিথ। তবে এ দুজন আউট হতেই প্রথম ইনিংসে ৪০৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৮৭ রান করার সুবাদে ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। এগিয়ে আছে ২৪৪ রানে।

তৃতীয় দিনের শুরুতেই জো রুট (২২) ও বেন স্টোকসকে হারানো ইংল্যান্ডকে পথ দেখান। ব্রুক (১৫৮) ও স্মিথ (১৮৪)। দুজন মিলে ৩৪২ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথেই রাখছিলেন। তবে তারা দুজন আউট হতেই গুটিয়ে যায় ইংল্যান্ড। শেষের ৪ ব্যাটারের তিনজনই করেন শূন্য!

ভারতের পেসাররাই ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ৭০ রানে ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৮৮ রানে ৪ উইকেট নেন আকাশ দীপ।

এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক শুভমান গিলের ডাবল সেঞ্চুরি (২৬৯), যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজার (৮৯) ফিফটিতে ভর করে ১৫১ ওভারে ৪৮৭ রান তোলে ভারত। গিলের মহাকাব্যিক ইনিংসে হয়েছে একগাদা রেকর্ড। টেস্টে এটিই ভারতের কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ, ইংল্যান্ডের মাটিতেও প্রথম কোনো ভারতীয় অধিনায়কের ডাবল সেঞ্চুরি, কোনো ভারতীয় ব্যাটসম্যানেরও সর্বোচ্চ।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৫৮৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৬৪/১ (রাহুল ২৮*, জয়সওয়াল ২৮, টাং ১/১২)।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮৯.৩ ওভারে ৪০৭/১০ (ব্রুক ১৫৮, স্মিথ ১৮৪, রুট ২২; সিরাজ ৬/৭০, আকাশ ৪/৮৮)। *তৃতীয় দিন শেষে

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত