ভারতীয় গণামাধ্যদের দাবি

পাকিস্তান যাচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭: ১৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে সেরা আট দলের টুর্নামেন্ট। এর প্রধান কারণ টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে যেতে চায় না ভারতীয় দল। দল না গেলেও অবশ্য পাকিস্তান যাওয়াকে পাশ কাটাতে পারছেন না রোহিত শর্মা।

ভারতের বেসরকারি নিউজ এজেন্সি আইএএনএস জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আট দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতেই পাকিস্তান যেতে হচ্ছে রোহিতকে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, আগামী ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি সে অনুষ্ঠানটি মঞ্চস্থ হতে পারে।

রোহিতের পাকিস্তান সফর নিয়ে প্রতিবেদনে আইএএনএস লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তান যাবেন। ২৯ পর বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো একটি আইসিসির মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই ইভেন্টকে স্মরণীয় করে রাখার জন্য তারা দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত