ইউরোপা লিগ
স্পোর্টস ডেস্ক
উয়েফা ইউরোপা লিগের লিগ পর্বের খেলা শেষ হয়েছে। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ ষোলতে সরাসরি জায়গা করে নিয়েছে ৮ দল। যেখানে আছে ম্যানইউ’র নাম।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্টুয়া বুখারেস্টকে ২-০ গোলে হারায় ম্যানইউ। প্রতিপক্ষের মাঠ দ্য ন্যাশনাল অ্যারেনায় সফরকারীদের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন দিয়েগো দালোত ও কবি মাইনু। এই জয়ে টেবিলের তিনে থেকে পরের পর্বে উঠেছে রেড ডেভিলরা। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাগার কাছে ১-০ গোলে হেরেছে লাজিও। এরপরও শীর্ষে থেকেই শেষ ষোলতে পা রেখেছে ইতালিয়ান ক্লাবটি। তাদের পাশে আছে ১৯ পয়েন্ট।
সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাথলেটিক বিলবাও। ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহাম হটস্পার। ম্যানইউ’র মতো ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটিও সরাসরি পরের পর্বে চলে গেছে। সেরা আটে থেকে শেষ ষোল নিশ্চিত করা বাকি ৪ দল হলো আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, লিও, অলিম্পিয়াকোস ও রেঞ্জার্স।
প্লে অফে উঠেছে ১৬ দল। দলগুলো হলো গ্লিমট, আন্ডারলেখট, স্টুয়া বুখারেস্ট, আয়াক্স, রিয়াল সোসিয়েদাদ, গ্যালাতাসারে, রোমা, ফেরেঙ্কভারোস, ভিক্টোরিয়া প্লাজেন, পোর্তো, আলকামার, মিডজিল্যান্ড, ইউনিয়ন সেন্ট গিলোস, পিএওকে, টুয়েন্টে ও ফেনেরবাচে।
৯ থেকে ২৪ নম্বরে থাকা এই দলগুলো ২ পর্বের প্লে অফে খেলবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা আট দল শেষ ষোলতে জায়গা করে নেবে। বাকি ৮ দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
অন্যদিকে ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো লিগ পর্ব থেকেই টুর্নামেন্ট শেষ করেছে। এই ১২টি দল হলো ব্রাগা, এলফসবর্গ, হফেনহাইম, বেসিকতাস, মাকাবি তেল আভিভ, স্লাভিয়া প্রাগ, মালমো, রিগাস এফসি, লুডোগোরেটস, ডায়নামো কিয়েভ, নিস ও কারাবাগ এফকে।
উয়েফা ইউরোপা লিগের লিগ পর্বের খেলা শেষ হয়েছে। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ ষোলতে সরাসরি জায়গা করে নিয়েছে ৮ দল। যেখানে আছে ম্যানইউ’র নাম।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্টুয়া বুখারেস্টকে ২-০ গোলে হারায় ম্যানইউ। প্রতিপক্ষের মাঠ দ্য ন্যাশনাল অ্যারেনায় সফরকারীদের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন দিয়েগো দালোত ও কবি মাইনু। এই জয়ে টেবিলের তিনে থেকে পরের পর্বে উঠেছে রেড ডেভিলরা। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাগার কাছে ১-০ গোলে হেরেছে লাজিও। এরপরও শীর্ষে থেকেই শেষ ষোলতে পা রেখেছে ইতালিয়ান ক্লাবটি। তাদের পাশে আছে ১৯ পয়েন্ট।
সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাথলেটিক বিলবাও। ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহাম হটস্পার। ম্যানইউ’র মতো ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটিও সরাসরি পরের পর্বে চলে গেছে। সেরা আটে থেকে শেষ ষোল নিশ্চিত করা বাকি ৪ দল হলো আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, লিও, অলিম্পিয়াকোস ও রেঞ্জার্স।
প্লে অফে উঠেছে ১৬ দল। দলগুলো হলো গ্লিমট, আন্ডারলেখট, স্টুয়া বুখারেস্ট, আয়াক্স, রিয়াল সোসিয়েদাদ, গ্যালাতাসারে, রোমা, ফেরেঙ্কভারোস, ভিক্টোরিয়া প্লাজেন, পোর্তো, আলকামার, মিডজিল্যান্ড, ইউনিয়ন সেন্ট গিলোস, পিএওকে, টুয়েন্টে ও ফেনেরবাচে।
৯ থেকে ২৪ নম্বরে থাকা এই দলগুলো ২ পর্বের প্লে অফে খেলবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা আট দল শেষ ষোলতে জায়গা করে নেবে। বাকি ৮ দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
অন্যদিকে ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো লিগ পর্ব থেকেই টুর্নামেন্ট শেষ করেছে। এই ১২টি দল হলো ব্রাগা, এলফসবর্গ, হফেনহাইম, বেসিকতাস, মাকাবি তেল আভিভ, স্লাভিয়া প্রাগ, মালমো, রিগাস এফসি, লুডোগোরেটস, ডায়নামো কিয়েভ, নিস ও কারাবাগ এফকে।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে