ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪: ০০

বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে বিচার শুরুর দাবি জানিয়েছেন ফ্রান্সের কৌসুলিরা। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এফপি।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারীকে প্যারিসে নিজের বাসায় ডেকে নেন হাকিমি। সে সময় বাসায় তার স্ত্রী-সন্তানরা ছিল না। বাসায় যাওয়ার পর সেই নারীর শরীরে স্পর্শ করেন তারকা ফুটবলার। পরবর্তীতে ইচ্ছার বিরুদ্ধে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

বিজ্ঞাপন

এরপর এক বন্ধুকে বার্তা পাঠিয়ে হাকিমির বাড়ি থেকে বের হন ওই নারী। পরবর্তীতে ভুক্তভোগী নারী পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। সেই নারীর ইচ্ছা না থাকলেও মরোক্কান তারকার বিরুদ্ধে ধর্ষণের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন কৌসুলিরা। যদিও হাকিমি বরাবরই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, দুজনের সম্মতিতেই সেদিন শারীরিক সম্পর্ক হয়।

কৌসুলি অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি জানিয়েছে, নিয়োজিত বিচারক এখন এই অভিযোগের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন।

বিষয়টি নিয়ে হাকিমির আইনজীবী ফানি কোলন বলেন, ‘মামলার উপকরণ অর্থহীন এবং বিচারে বোধগম্য নয়। আমরা সবাই আপাতত বিষয়টি নিয়ে শান্ত আছি। আপিলের জন্য অবশ্যই সব ধরনের উপায় বের করা হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত