স্পোর্টস ডেস্ক
মাথিয়াস কুনহা এবং উলভসের অবস্থান যেন দুই মেরুতে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে ফর্মে নেই উলভারহ্যাম্পটনের ক্লাবটি। বিপরীতে দারুণ ছন্দে আছেন কুনহা। তারই ধারাবাহিকতায় দুই স্বদেশি রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাশে বসে এককভাবে শীর্ষস্থান দখলের দ্বারপ্রান্তে আছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
প্রিমিয়ার লিগে গত শনিবার রাতে লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে উলভস। মোলিনেক্স স্টেডিয়ামে ম্যাচের আয়ু যখন ৩৩ মিনিট, তখন কুনহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এটা ইংল্যান্ডের শীর্ষ লিগের চলমান মৌসুমে তার ১৫তম গোল। তাতেই প্রিমিয়ার লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন কুনহা।
এর আগে আর্সেনালের হয়ে মার্টিনেল্লি ও লিভারপুলের হয়ে ফিরমিনো এক মৌসুমে ১৫ বার করে জালের দেখা পান। চলমান মৌসুমে এখনো ৪ ম্যাচ বাকি আছে উলভসের। কোনো সন্দেহ নেই, চোট না পেলে এবারই ফিরমিনো ও মার্টিনেল্লিকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ানদের মধ্যে এককভাবে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন কুনহা।
চলমান মৌসুমের আগেও অফফর্মে ছিলেন কুনহা। এজন্য তাকে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে পাঠানো হয়। স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে গিয়েও নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ধার শেষে প্রিমিয়ার লিগে ফিরতেই যেন নিজেকে ফিরে পেলেন কুনহা।
যদিও উলভসের হয়ে আর খুব বেশিদিন মাঠ মাতানো হচ্ছে না কুনহার। আগামী গ্রীষ্মে তাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে ম্যানচেস্টারের ক্লাবটি। জনপ্রিয় ইংলিশ প্রচারমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কুনহা নিজেও নাকি ইউনাইটেডে যেতে আগ্রহী। এবার দুইয়ে দুইয়ে চার মিলতে বাকি।
মাথিয়াস কুনহা এবং উলভসের অবস্থান যেন দুই মেরুতে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে ফর্মে নেই উলভারহ্যাম্পটনের ক্লাবটি। বিপরীতে দারুণ ছন্দে আছেন কুনহা। তারই ধারাবাহিকতায় দুই স্বদেশি রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাশে বসে এককভাবে শীর্ষস্থান দখলের দ্বারপ্রান্তে আছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
প্রিমিয়ার লিগে গত শনিবার রাতে লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে উলভস। মোলিনেক্স স্টেডিয়ামে ম্যাচের আয়ু যখন ৩৩ মিনিট, তখন কুনহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এটা ইংল্যান্ডের শীর্ষ লিগের চলমান মৌসুমে তার ১৫তম গোল। তাতেই প্রিমিয়ার লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন কুনহা।
এর আগে আর্সেনালের হয়ে মার্টিনেল্লি ও লিভারপুলের হয়ে ফিরমিনো এক মৌসুমে ১৫ বার করে জালের দেখা পান। চলমান মৌসুমে এখনো ৪ ম্যাচ বাকি আছে উলভসের। কোনো সন্দেহ নেই, চোট না পেলে এবারই ফিরমিনো ও মার্টিনেল্লিকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ানদের মধ্যে এককভাবে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন কুনহা।
চলমান মৌসুমের আগেও অফফর্মে ছিলেন কুনহা। এজন্য তাকে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে পাঠানো হয়। স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে গিয়েও নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ধার শেষে প্রিমিয়ার লিগে ফিরতেই যেন নিজেকে ফিরে পেলেন কুনহা।
যদিও উলভসের হয়ে আর খুব বেশিদিন মাঠ মাতানো হচ্ছে না কুনহার। আগামী গ্রীষ্মে তাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে ম্যানচেস্টারের ক্লাবটি। জনপ্রিয় ইংলিশ প্রচারমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কুনহা নিজেও নাকি ইউনাইটেডে যেতে আগ্রহী। এবার দুইয়ে দুইয়ে চার মিলতে বাকি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে