স্পোর্টস ডেস্ক
দিয়োগো জতা এখন অতীত। গত মাসে এক গাড়ি দূর্ঘটনায় নিহত হন এই ফরোয়ার্ড। পরলোক গমন করলেও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে বাজে পরিস্থিতিতে তার কথা ঠিকই মনে পড়েছে লিভারপুলের কোচ আর্নে স্লটের। তাইতো তার দু-চোখ খুঁজে বেড়িয়েছে জতাকে।
জতার মৃত্যুর পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচটিতে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলের থ্রিলার জয় তুলে নেয় মার্সিসাইডের ক্লাবটি।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রয়াত জতাকে স্মরণ করেছেন লিভারপুলের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।
লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে বন্ধু এবং সতীর্থ জতার কথা ভেবে কাঁদতে দেখা যায় তাকে। এরপর সংবাদ সম্মেলনে জতাকে নিয়ে আবেগি কথা শুনিয়েছেন স্লট।
তিনি বলেন, ‘ম্যাচে যখন ২-২ সমতা আসলো তখন আমি জতাকে খুঁজছিলাম। কিন্তু এটা কষ্টকর হলেও সত্যি যে- আমরা আর কখনই তাকে খুঁজে পাবো না। এটা সম্ভব নয়।’
লিভারপুল কোচ আরো বলেন, ‘আমার দেখা অ্যানফিল্ডে এটা সবচেয়ে আবেগঘন একটা রাত ছিল। সেটা শুধু দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জনই নয়, ম্যাচের প্রতি মুহূর্তে জতাকে স্মরণ করার জন্যও।’
দিয়োগো জতা এখন অতীত। গত মাসে এক গাড়ি দূর্ঘটনায় নিহত হন এই ফরোয়ার্ড। পরলোক গমন করলেও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে বাজে পরিস্থিতিতে তার কথা ঠিকই মনে পড়েছে লিভারপুলের কোচ আর্নে স্লটের। তাইতো তার দু-চোখ খুঁজে বেড়িয়েছে জতাকে।
জতার মৃত্যুর পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচটিতে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলের থ্রিলার জয় তুলে নেয় মার্সিসাইডের ক্লাবটি।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রয়াত জতাকে স্মরণ করেছেন লিভারপুলের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।
লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে বন্ধু এবং সতীর্থ জতার কথা ভেবে কাঁদতে দেখা যায় তাকে। এরপর সংবাদ সম্মেলনে জতাকে নিয়ে আবেগি কথা শুনিয়েছেন স্লট।
তিনি বলেন, ‘ম্যাচে যখন ২-২ সমতা আসলো তখন আমি জতাকে খুঁজছিলাম। কিন্তু এটা কষ্টকর হলেও সত্যি যে- আমরা আর কখনই তাকে খুঁজে পাবো না। এটা সম্ভব নয়।’
লিভারপুল কোচ আরো বলেন, ‘আমার দেখা অ্যানফিল্ডে এটা সবচেয়ে আবেগঘন একটা রাত ছিল। সেটা শুধু দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জনই নয়, ম্যাচের প্রতি মুহূর্তে জতাকে স্মরণ করার জন্যও।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে