যে কারণে জতাকে খুঁজেছেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬: ৩৫
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ২০

দিয়োগো জতা এখন অতীত। গত মাসে এক গাড়ি দূর্ঘটনায় নিহত হন এই ফরোয়ার্ড। পরলোক গমন করলেও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে বাজে পরিস্থিতিতে তার কথা ঠিকই মনে পড়েছে লিভারপুলের কোচ আর্নে স্লটের। তাইতো তার ‍দু-চোখ খুঁজে বেড়িয়েছে জতাকে।

জতার মৃত্যুর পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচটিতে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলের থ্রিলার জয় তুলে নেয় মার্সিসাইডের ক্লাবটি।

বিজ্ঞাপন

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রয়াত জতাকে স্মরণ করেছেন লিভারপুলের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।

লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে বন্ধু এবং সতীর্থ জতার কথা ভেবে কাঁদতে দেখা যায় তাকে। এরপর সংবাদ সম্মেলনে জতাকে নিয়ে আবেগি কথা শুনিয়েছেন স্লট।

তিনি বলেন, ‘ম্যাচে যখন ২-২ সমতা আসলো তখন আমি জতাকে খুঁজছিলাম। কিন্তু এটা কষ্টকর হলেও সত্যি যে- আমরা আর কখনই তাকে খুঁজে পাবো না। এটা সম্ভব নয়।’

লিভারপুল কোচ আরো বলেন, ‘আমার দেখা অ্যানফিল্ডে এটা সবচেয়ে আবেগঘন একটা রাত ছিল। সেটা শুধু দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জনই নয়, ম্যাচের প্রতি মুহূর্তে জতাকে স্মরণ করার জন্যও।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত