আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা

কক্সবাজারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে, ৪ উইকেটে ৮৫ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তানের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে সাদিয়া আক্তারের ২৮ রানে ভর করে ৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সাদিয়া ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ১৬ রানে নেন তিন উইকেট।

বিজ্ঞাপন

৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার কোমাল খানের ২৫ ও তিনে নামা আকসা হাবিবের ২১ রানে ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে অতসী মজুমদার ১৪ রানে নেন এক উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন