অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৫: ৫৪
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১: ৪৬

সংস্কার কাজের জন্য গত দুই বছর হোম ভেন্যু স্পোর্টিফাই ক্যাম্প ন্যুতে খেলতে পারেনি বার্সেলোনা। অবশেষে জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে আগামী ১০ আগস্ট চেনা দূর্গে ফিরবে স্প্যানিশ লা লিগার শীর্ষ ক্লাবটি। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সা। এরপর থেকেই ভেন্যুটিতে সংস্কার কাজ শুরু হয়। বিকল্প হিসেবে গত দুই মৌসুম এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে হোম ম্যাচ খেলেছে জায়ান্টরা।

বিজ্ঞাপন

সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ক্যাম্প ন্যুতে শুরুতে সীমিত দর্শক নিয়ে ম্যাচ হবে। সংস্কার কাজ চলমান থাকা অবস্থায় মাঠে ৫০ থেকে ৬০ হাজার দর্শক প্রবেশ করতে পারবে। ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে সংস্কার কাজ চালিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে ধীরে ধীরে দর্শকধারণ ক্ষমতা বাড়বে ক্যাম্প ন্যুতে।

বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘স্টেডিয়ামের বিভিন্ন অংশের নির্মাণ কাজ চলাকালীন ক্যাম্প ন্যুতে ফুটবল ফিরবে। বাকি কাজের মধ্যে রয়েছে শেষ স্তরের সমাপ্তি, দ্বৈত ভিআইপি রিং, ছাদ স্থাপন এবং বিভিন্ন অভ্যন্তরীণ স্থানের চূড়ান্ত ছোঁয়া। সেইসাথে স্টেডিয়ামের আশেপাশের এলাকার নগর উন্নয়ন। এই সময়ের মধ্যে বার্সা স্পটিফাই ক্যাম্প ন্যুতে সদস্য, ভক্ত এবং দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ স্তরের আরাম নিশ্চিত করার চেষ্টা করবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত