বিসিবি নির্বাচন

ভোট দেননি, তবুও বলা হচ্ছে তিনি ভোট দিয়েছেন!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫: ০০

বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-২ বা ক্লাব কোটায় ভোটের যে হিসাব দিয়েছে নির্বাচন কমিশন তা নিয়ে নতুন জটিলতা ও সন্দেহ তৈরি হয়েছে। এই ক্যাটাগরিতে সবমিলিয়ে ভোট ছিল ৭৬টি। এখানে ই-ব্যালটের জন্য আবেদন জমা পড়েছিল ৩৫ জনের। তাদের প্রত্যেকের ই-মেইলে এই আবেদন পাঠানো হয়েছিল। গতকাল নির্বাচন শেষে নির্বাচন কমিশন জানায়, ক্যাটাগরি-২ থেকে ই-ব্যালটে ভোট দিয়েছেন ৩৫ জন এবং ভোটকেন্দ্রে শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোটদান করেছেন ৭ জন। সব মিলিয়ে এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৪২টি।

বিজ্ঞাপন

কিন্তু আমার দেশের অনুসন্ধান জানাচ্ছে ই-ব্যালটের জন্য আবেদন করা ৩৫ জনের মধ্যে থেকে কয়েকজন ভোটার ভোট দেননি। তাদেরই একজন মেজর (অব.) ইমরোজ আহমেদ। তার ভোটার নম্বর ছিল ১৩৯। ইমরোজ গতকাল বিসিবির নির্বাচন কমিশনে ই-মেইল পাঠিয়ে জানিয়ে দেন, এই নির্বাচনে ই-ব্যালট তিনি পেয়েছিলেন কিন্তু তিনি ভোটদান করেননি। কোনো ভোটদান প্রক্রিয়ায় তিনি অংশ নেননি। ইমরোজ এই ই-মেইলে আরো লেখেন, আমি শারীরিকভাবে উপস্থিত হয়ে বা ই-ব্যালট কোনো মাধ্যমেই ভোট দিইনি। অথচ এই ক্যাটাগরিতে ভোটদানের হিসাব জানাচ্ছে আমি এই ভোটদানে অংশগ্রহণ করেছি! এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইমরোজ আহমেদ নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।

ইমরোজের এই দাবি জানাচ্ছে ক্যাটাগরি-২-এ ভোটের যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে সেই অঙ্কে স্পষ্টত গরমিল রয়েছে। যারা ভোট দেননি তাদেরও ভোটদানের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী হিসেবে দেখানো হচ্ছে।

তামিম ইকবাল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অনেক আগেই অভিযোগ করেছিলেন এটা নির্বাচন নয়, ফিক্সিং!

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত