আর্চারি চ্যাম্পিয়নশিপ

কুলসুমকে ঘিরে এখন বাংলাদেশের আশা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২২: ০০

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এখন কুলসুম আক্তার মনিকে ঘিরে পদকের আশায় আছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান কুলসুম। এরপর কোয়ার্টার ফাইনালে কুলসুমের কাছে ১৪৬-১৪৪ পয়েন্টে হেরে যান কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানা। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রদীপ প্রিথিকার মুখোমুখি হবেন কুলসুম।

বিজ্ঞাপন

সেমিফাইনালে উঠার পর বাংলাদেশের এই নারী আর্চার বলেন, ‘আমার ইভেন্ট থেকে সতীর্থরা সবাই বিদায় নিয়েছে, তবে আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নেব? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।’

অন্যদিকে, রিকার্ভ পুরুষ এককে হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। ‘বাই’ পেয়ে চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) হারিয়ে ভালো শুরু পেয়েছিলেন রাকিব মিয়া। এরপর ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগেকে ৬-৪ সেট পয়েন্টে (২৮-২৯, ২৫-২৬, ২৭-২৪, ২৯-২৮, ২৭-২৯) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন তিনি। কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৯, ২৬-২৬, ২৯-২৮, ২৬-২৯, ২৭-২৯) হেরে বিদায় নেন রাকিব।

এদিকে, রিকার্ভ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারান। এরপর ১/১৬ তে দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো’র বিপক্ষে আলিফ জেতেন ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৮, ২৮-২৭, ২৪-৩০, ২৯-২৬, ২৬-২৬)। কিন্তু কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে (২৮-২৭, ২৭-২৯, ২৭-২৮, ২৯-২৯, ২৯-৩০) হেরে শেষ আট থেকে বিদায় নেন। রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আর্চারই ছিটকে গেছে। এছাড়া রিকার্ভ নারী একক থেকে বাংলাদেশের চার আর্চারও বিদায় নিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আর্চারি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত