কোপা দেল রে ফাইনাল

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের খবরে শোনা যায়, রেফারি ইস্যুতে ম্যাচ বয়কট করতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও সেটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। জায়ান্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল খেলতে নামবে তারা। তাতেই কেটেছে সব শঙ্কা। দারুণ একটা মাঠের লড়াইয়ের অপেক্ষায় আছে সবাই।
বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘বেশকিছু গুঞ্জন ছড়িয়েছে। এসবের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রিয়াল মাদ্রিদ ফাইনাল বর্জনের কথা চিন্তা করছে না। লক্ষাধিক মানুষ ফাইনাল দেখার অপেক্ষায় আছেন। অনেকে সেভিয়াতে চলে গেছে। অনেকেই যাচ্ছে। তাই আমরা এমন একটি আসরকে কলঙ্কিত করতে চাই না।’
সেভিয়ার মাঠ এস্তাদিও দে লা কার্তুজায় শুরু হতে যাওয়া কোপা দেল রের ফাইনালে রেফারি হিসেবে থাকবেন রিকার্দো বুর্গোস। তাকে নিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদের গণমাধ্যম আরএমটিভি। সে ভিডিওতে মূলত বার্সার পক্ষে কিছু বিতর্কিত সিদ্ধান্ত তুলে ধরে বুর্গোসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে প্রচারমাধ্যমটি।
এরপর শুক্রবার (২৫ এপ্রিল) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গঞ্জালেস ফুয়ের্তেসকে সঙ্গে নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বুর্গোস। সেখানে নিজের ওপর এমন অভিযোগের কারণে কেঁদে দেন এই রেফারি। তিনি বলেন, ‘ধরুন আপনার সন্তান স্কুলে গেল এবং তাকে শুনতে হলো, তোর বাবা অসৎ। এরপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলো। এটা ভীষণ কষ্ট দেয়ার মতো বিষয়। আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি, তার বাবা একজন সৎ মানুষ এবং মাঠে কখনও ভুল সিদ্ধান্ত হলেও সেটা অনিচ্ছাকৃতভাবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ভাবুন তো আমরা কোথায় যাচ্ছি। খেলাধুলার ভবিষ্যত নিয়ে আমাদের মনোভাব ই বা কি হতে পারে।’
বুর্গোসের বক্তব্যের পর রেফারিদের সঙ্গে হওয়া এমন আচরণের কঠোর প্রতিবাদ করেন ফুয়ের্তেস। তিনি বলেন, ‘আমাদের আর চুপ থাকার সময় নেই। কঠোর সিদ্ধান্ত নিতে হবে। রেফারিদের সঙ্গে এমন কিছু হতে থাকলে আমরাও পদক্ষেপ নিব। খুব শিঘগিরই সবাই আমাদের অবস্থান জানতে পারবেন। যে সিদ্ধান্ত ইতিহাসে আগে কখনও আসেনি।’
বুর্গোস ও ফুয়ের্তেসের মন্তব্যের পর ফাইনালের আগে একাধিক আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি রিয়াল। অনুশীলন বাতিল, সংবাদ সম্মেলনে না এবং ক্লাব সভাপতির ডিনারে উপস্থিত না হওয়ার পাশাপাশি ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল। যদিও তাদের দাবি নাকচ করেছে কর্তৃপক্ষ। এসবের জেরে গোল ডটকম জানায়, রেফারি পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করায় কোপা দেল রের ফাইনাল বর্জনের হুমকি দিয়েছে রিয়াল। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাদ্রিদের ক্লাবটি। এবার ওই বিবৃতিতে নিজের অভস্থান জানিয়ে দিলো ইউরোপের সফলতম ক্লাবটি।

কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের খবরে শোনা যায়, রেফারি ইস্যুতে ম্যাচ বয়কট করতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও সেটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। জায়ান্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল খেলতে নামবে তারা। তাতেই কেটেছে সব শঙ্কা। দারুণ একটা মাঠের লড়াইয়ের অপেক্ষায় আছে সবাই।
বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘বেশকিছু গুঞ্জন ছড়িয়েছে। এসবের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রিয়াল মাদ্রিদ ফাইনাল বর্জনের কথা চিন্তা করছে না। লক্ষাধিক মানুষ ফাইনাল দেখার অপেক্ষায় আছেন। অনেকে সেভিয়াতে চলে গেছে। অনেকেই যাচ্ছে। তাই আমরা এমন একটি আসরকে কলঙ্কিত করতে চাই না।’
সেভিয়ার মাঠ এস্তাদিও দে লা কার্তুজায় শুরু হতে যাওয়া কোপা দেল রের ফাইনালে রেফারি হিসেবে থাকবেন রিকার্দো বুর্গোস। তাকে নিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদের গণমাধ্যম আরএমটিভি। সে ভিডিওতে মূলত বার্সার পক্ষে কিছু বিতর্কিত সিদ্ধান্ত তুলে ধরে বুর্গোসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে প্রচারমাধ্যমটি।
এরপর শুক্রবার (২৫ এপ্রিল) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গঞ্জালেস ফুয়ের্তেসকে সঙ্গে নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বুর্গোস। সেখানে নিজের ওপর এমন অভিযোগের কারণে কেঁদে দেন এই রেফারি। তিনি বলেন, ‘ধরুন আপনার সন্তান স্কুলে গেল এবং তাকে শুনতে হলো, তোর বাবা অসৎ। এরপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলো। এটা ভীষণ কষ্ট দেয়ার মতো বিষয়। আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি, তার বাবা একজন সৎ মানুষ এবং মাঠে কখনও ভুল সিদ্ধান্ত হলেও সেটা অনিচ্ছাকৃতভাবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ভাবুন তো আমরা কোথায় যাচ্ছি। খেলাধুলার ভবিষ্যত নিয়ে আমাদের মনোভাব ই বা কি হতে পারে।’
বুর্গোসের বক্তব্যের পর রেফারিদের সঙ্গে হওয়া এমন আচরণের কঠোর প্রতিবাদ করেন ফুয়ের্তেস। তিনি বলেন, ‘আমাদের আর চুপ থাকার সময় নেই। কঠোর সিদ্ধান্ত নিতে হবে। রেফারিদের সঙ্গে এমন কিছু হতে থাকলে আমরাও পদক্ষেপ নিব। খুব শিঘগিরই সবাই আমাদের অবস্থান জানতে পারবেন। যে সিদ্ধান্ত ইতিহাসে আগে কখনও আসেনি।’
বুর্গোস ও ফুয়ের্তেসের মন্তব্যের পর ফাইনালের আগে একাধিক আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি রিয়াল। অনুশীলন বাতিল, সংবাদ সম্মেলনে না এবং ক্লাব সভাপতির ডিনারে উপস্থিত না হওয়ার পাশাপাশি ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল। যদিও তাদের দাবি নাকচ করেছে কর্তৃপক্ষ। এসবের জেরে গোল ডটকম জানায়, রেফারি পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করায় কোপা দেল রের ফাইনাল বর্জনের হুমকি দিয়েছে রিয়াল। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাদ্রিদের ক্লাবটি। এবার ওই বিবৃতিতে নিজের অভস্থান জানিয়ে দিলো ইউরোপের সফলতম ক্লাবটি।

পাকিস্তানের জয়রথ চলছেই। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে উড়ছে সালমান আলী আগার দল। দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জিতেছে তারা। তিন ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ পকেটে পুরেছে ‘ম্যান ইন গ্রিন’রা। ফলে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৯ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
১২ ঘণ্টা আগে