বিপিএলের টিকিট বিক্রির লভ্যাংশ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২: ০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের বকেয়া বেতন পরিশোধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বিপিএলের ১১তম শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি। এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে বিসিবির দেওয়া চিঠিরও জবাব দেয়নি দুই-একটি ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

মালিকদের এমন আচরণে অসন্তুষ্ট বিসিবি এবার কঠোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করবে বিসিবি। তবে সেক্ষেত্রে শুধু প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল পাওয়া ক্রিকেটাররাই পাবেন তাদের পারিশ্রমিক।


প্রথমবারের মতো ১১তম আসরে এসে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির সিদ্ধান্ত নেয় বিসিবি। এর অংশ হিসেবে প্লে অফে খেলা চার দল পাবে ৫৫ লাখ টাকা করে। অন্য তিন দল পাবে ৪৫ লাখ টাকা করে।

গতকাল সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দলগুলো টিকিট বিক্রি থেকে যে লভ্যাংশ পাবে সেখান থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের পর রাজস্বের যে অর্থ থাকবে সেটা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

গভর্নিং কাউন্সিল শুধু প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল পাওয়া ক্রিকেটাররা পারিশ্রমিকের অর্থ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ড্রাফটের বাইরে থেকে বিপিএলে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক কীভাবে পরিশোধ করা হবে সেটা নিশ্চিত করেনি। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে বিসিবির দেওয়া চিঠির জবাব না দেওয়া দলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত