বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে হয়ে গেল ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প ২০২৬’। দুদিনের এ ট্রায়াল ক্যাম্পে প্রায় দুই শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।
মঙ্গলবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বুধবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটাররা এ ট্রায়াল ক্যাম্পে অংশগ্রহণ করেন। ক্যাম্পের ভেন্যু ছিল বনানী স্পোর্টস অ্যারেনা।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী দল গঠন ও ক্রিকেটের মাধ্যমে আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করাই ছিল এই ক্যাম্পের উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং চেয়ারম্যান জুলফিকার আলী খান, মেম্বার সেক্রেটারি জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনসহ ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং এর সকল সদস্য, জাতীয় দলের কোচ, ক্লাসিফিকেশন দলের সদস্যবৃন্দ।
আজ সমাপনী দিনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট এর কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

সকলেই ভবিষ্যত জাতীয় দল গঠনের উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে যে সব জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হবে তার ঘোষণা হয়।
আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং আয়োজন করবে বিসিবি হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। সবশেষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি সকল ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের মাঝে গিফট হিসেবে কম্বল বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

