স্পেনের হয়ে বাছাইপর্ব খেলবে বার্সা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২: ০৭
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২: ১২

স্কোয়াড দেখে প্রথমে যে কেউ দ্বিধায় পড়তে বাধ্য। অনেকে এটা বার্সেলোনার স্কোয়াড বলেও ভুল করবেন। এর কারণটাও যে যথার্থ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ২ ম্যাচের জন্য স্পেনের ঘোষিত দলে বার্সার ফুটবলারদের ছড়াছড়ি।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন তার মধ্যে বার্সা থেকেই ৭ ফুটবলার জায়গা পেয়েছেন। সংখ্যার চাইতেও বড় কথা হলো- এই সাতজনই প্রথম একাদশের নিয়মিত মুখ। তাই স্পেনের এই দলটিকে বার্সার সমর্থকরা নিজেদের দাবি করলেও খুব বেশি ভুল হবে না।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ের স্পেন স্কোয়াডে থাকা বার্সার ৭ ফুটবলার হলেন- তিন ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, দানি ওলমো ও ফেররান তরেস। মিডফিল্ডার হিসেবে আছেন ফেরমিন লোপেজ, পেদ্রি ও গাভি। এছাড়া জায়গা পেয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় পাউ কুবারসি।

অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দুইজন খেলোয়াড়কে বাছাইপর্বের জন্য ডেকেছেন লা ফুয়েন্তে- দানি কারভাহাল ও ডিন হুইজসেন।

নেশন্স লিগের ব্যস্ততার কারণে ইউরোপের অন্যান্য দলের চেয়ে দেরিতে বাছাইপর্ব শুরু করছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ তুরস্ক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত