সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন

চতুর্থ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০: ৩৯

ভুটানের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক অভিজ্ঞতা হলো বাংলাদেশ নারী দলের। বৃষ্টি মাথায় নিয়ে বৈরী কন্ডিশনের মধ্যে এক ম্যাচ দুই মাঠে খেলার ইতিহাসের সাক্ষী হলেন তারা। অবশ্য কঠিন পরিস্থিতির মুখে পড়েও জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। আজ আবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুদল মুখোমুখি হচ্ছে। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে সন্ধ্যা ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বিজ্ঞাপন

নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। আজ চতুর্থ জয় পাওয়ার টার্গেট নারী দলের। একই দিন একই ভেন্যুতে অপর ম্যাচে বেলা ৩টায় পরস্পরের মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা নারী দল। তবে ম্যাচগুলো হবে দর্শকবিহীন।
কর্দমাক্ত ও বৃষ্টিতে পানি জমে যাওয়া পিচ্ছিল মাঠে ম্যাচ খেলার পর স্বাভাবিকভাবেই ক্লান্ত বাংলাদেশের নারী ফুটবলাররা।

তবে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য গতকাল রিকভারি সেশন করেছেন তারা। ম্যাচ খেলার জন্য প্রস্তুত কোচ পিটার বাটলারের দল। গত ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানালেন, ‘গতকালের (মঙ্গলবার) ম্যাচটি একটু কঠিন ছিল। কারণ, খেলার প্রথমার্ধ হয়েছে এক মাঠে। আর আরেক অর্ধের খেলা হয়েছে অন্য মাঠে। মাঝখানে অনেক সময় আমরা বসে ছিলাম। তাই একটু কঠিন ছিল। তারপরও আমরা মাঠ থেকে জিতে আসছি।’

ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে আফঈদা বলেন, ‘সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত। কারণ, বৃষ্টির মধ্যে আমরা খেলছি। তারপর মাঠ পরিবর্তন হয়েছে। ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচে আমরা আরো ভালো খেলব।’ দুই মাঠে খেলা জয়ের ম্যাচেও যেসব জায়গায় ভুল হয়েছে, সেগুলো কোচের সঙ্গে বসে শোধরানোর চেষ্টা করা হবে বলে জানান আফঈদা।

অন্যদিকে, দলে কোনো ইনজুরি সমস্যা নেই বলে জানান নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা এখন ফুরফুরে মেজাজেই আছে। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত তারা।’ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে আফঈদা বলেন, ‘সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত। কারণ, বৃষ্টির মধ্যে আমরা খেলছি। তারপর মাঠ পরিবর্তন হয়েছে। ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচে আমরা আরো ভালো খেলব।’

দুই মাঠে খেলা জয়ের ম্যাচেও যেসব জায়গায় ভুল হয়েছে, সেগুলো কোচের সঙ্গে বসে শোধরানোর চেষ্টা করা হবে বলে জানান আফঈদা। অন্যদিকে, দলে কোনো ইনজুরি সমস্যা নেই বলে জানান নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা এখন ফুরফুরে মেজাজেই আছে। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত তারা।’


আজ ভুটানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অর্জন হবে সর্বোচ্চ ১২ পয়েন্ট। বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। ৩ পয়েন্ট অর্জন ভুটানের। শ্রীলঙ্কা এখনো পয়েন্ট শূন্য।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত