১২৫ বছরের রেকর্ড ভাঙল সারে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২: ১৬

ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।

সারের নতুন রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডম সিবলি। ৪৭৫ বলে ৩০৫ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার প্রথম ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ২৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন সিবলি।

বিজ্ঞাপন

ট্রিপল সেঞ্চুরি করতে সিবলিকে সহায়তা করেন ড্যান লরেন্স, স্যাম কারান ও উইল জ্যাকস। ১৪৯ বলে ১৭৮ রানের ইনিংস খেলেন লরেন্স। কারানের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া জ্যাকসের অবদান ১১৯ রান। ৯৪ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি চারটি ছয় হাঁকান তিনি।

রেকর্ড সংগ্রহ গড়ার পথে জর্জ ড্রিসেলের ওপর সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় সারের ব্যাটাররা। ৪৫ ওভারে ২৪৭ রান খরচ করেন ড্রিসেল। বিনিময়ে তুলে নেন এক উইকেট। ১৩১ রানে ৩ উইকেট নিয়ে ডারহামের সবচেয়ে সফল বোলার উইল রোডস।

জবাবে ৫৯ রানে এক উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ডারহাম। অ্যালেক্স লিস ৩৩ রানে অপরাজিত আছেন। সারের চেয়ে এখনও ৭৬১ রানে পিছিয়ে ডারহাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত