স্পোর্টস ডেস্ক
ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।
সারের নতুন রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডম সিবলি। ৪৭৫ বলে ৩০৫ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার প্রথম ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ২৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন সিবলি।
ট্রিপল সেঞ্চুরি করতে সিবলিকে সহায়তা করেন ড্যান লরেন্স, স্যাম কারান ও উইল জ্যাকস। ১৪৯ বলে ১৭৮ রানের ইনিংস খেলেন লরেন্স। কারানের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া জ্যাকসের অবদান ১১৯ রান। ৯৪ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি চারটি ছয় হাঁকান তিনি।
রেকর্ড সংগ্রহ গড়ার পথে জর্জ ড্রিসেলের ওপর সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় সারের ব্যাটাররা। ৪৫ ওভারে ২৪৭ রান খরচ করেন ড্রিসেল। বিনিময়ে তুলে নেন এক উইকেট। ১৩১ রানে ৩ উইকেট নিয়ে ডারহামের সবচেয়ে সফল বোলার উইল রোডস।
জবাবে ৫৯ রানে এক উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ডারহাম। অ্যালেক্স লিস ৩৩ রানে অপরাজিত আছেন। সারের চেয়ে এখনও ৭৬১ রানে পিছিয়ে ডারহাম।
ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।
সারের নতুন রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডম সিবলি। ৪৭৫ বলে ৩০৫ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার প্রথম ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ২৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন সিবলি।
ট্রিপল সেঞ্চুরি করতে সিবলিকে সহায়তা করেন ড্যান লরেন্স, স্যাম কারান ও উইল জ্যাকস। ১৪৯ বলে ১৭৮ রানের ইনিংস খেলেন লরেন্স। কারানের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া জ্যাকসের অবদান ১১৯ রান। ৯৪ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি চারটি ছয় হাঁকান তিনি।
রেকর্ড সংগ্রহ গড়ার পথে জর্জ ড্রিসেলের ওপর সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় সারের ব্যাটাররা। ৪৫ ওভারে ২৪৭ রান খরচ করেন ড্রিসেল। বিনিময়ে তুলে নেন এক উইকেট। ১৩১ রানে ৩ উইকেট নিয়ে ডারহামের সবচেয়ে সফল বোলার উইল রোডস।
জবাবে ৫৯ রানে এক উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ডারহাম। অ্যালেক্স লিস ৩৩ রানে অপরাজিত আছেন। সারের চেয়ে এখনও ৭৬১ রানে পিছিয়ে ডারহাম।
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে