নিলামে পেলের বিশ্বকাপ জয়ের পদক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯: ১৯

বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলারের ক্রীড়া সামগ্রী নিলামে তুলবে যুক্তরাজ্যের গ্রাহাম বাড নামের একটি প্রতিষ্ঠান। তালিকায় রয়েছে ব্রাজিলের সাবেক ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক।

ইংল্যান্ডের জনপ্রিয় প্রচারমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কার্পোরেশন (বিসিবি) জানিয়েছে, নিলামে পেলের ওই বিশ্বকাপের পদকের দাম উঠতে পারে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড।

বিজ্ঞাপন

নিলামের তালিকায় আছে ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে গোলপোস্ট সামলানো কিংবদন্তি পিটার শিলটনের জার্সি। ম্যাচটিতে দুটি গোল করেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। এর একটি হ্যান্ড অব গড অন্যটি গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে খ্যাত।

এছাড়া নিলামে উঠবে ইংল্যান্ডকে ১৯৬৬ বিশ্বকাপ জেতানো গর্ডন ব্যাঙ্কসের পদক এবং সে বিশ্বকাপে অনুষ্ঠিত ৩২টি ম্যাচের টিকিটের পূর্ণ সেট।

নিলামের পর এসব ক্রীড়া সামগ্রীগুলো ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শকদের দেখানো হবে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ২০২৬ সালের জুলাইয়ে হতে পারে এই নিলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত