এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে নন হরভজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ৩৯
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৫: ৩৫

সবকিছু ঠিক থাকলে আরো একবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আসন্ন এশিয়া কাপ সে মঞ্চ তৈরি করে দিয়েছে। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলার পক্ষে নন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

নানা অনিশ্চয়তা শেষে কিছুদিন আগে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে একই গ্রুপে পড়েছে পাকিস্তান ও ভারত। সূচি অনুযায়ী- ১৪ সেপ্টেম্বর ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দর্শক প্রিয় ম্যাচটি মাঠে গড়াবে। হরভজন মনে করেন, এতো বৈরিতার মাঝে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত হবে না রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের।

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘ক্রিকেট বোর্ডের বোঝা উচিত কোনটা বেশি গুরুত্বপূর্ণ। সীমান্তের সৈনিকরা বেশিরভাগ সময়ই পরিবারের কাছ থেকে দূরে থাকেন। অনেকেই তো আবার দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তারা কখনই বাড়ি ফিরতে পারেন না। তাদের এমন ত্যাগের তুলনায় একটি ক্রিকেট ম্যাচ না খেলা খুবই ছোট একটি বিষয়।’

হরভজন আরো বলেন, ‘ঘাম ও রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না। সীমান্তে লড়াই চলছে। দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে আমরা মাঠে গিয়ে ক্রিকেট খেলব। এটা কিভাবে হতে পারে? এসবের কাছে ক্রিকেট খুবই ছোট বিষয়। দেশ সবার আগে। যতদিন সমস্যার সমাধান না হবে ততোদিন ক্রিকেট না হোক।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত