শ্রীলঙ্কা সফর

টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৯: ২১
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ২৯

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন নাঈম শেখ, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তাসকিন ফিরেছেন ইনজুরি কাটিয়ে। এদিকে ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি–টোয়েন্টি খেলা নাঈম ফিরেছেন ব্যাট হাতে আলো ছড়িয়ে। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের শেষ টি–টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন।

ওয়ানডে সিরিজ শেষে ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মিশন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ জুলাই বাংলাদেশ সময় ৭টায় ক্যান্ডিতে মাঠে নামবে বাংলাদেশ। দুইদিন বিরতি দিয়ে ১৩ জুলাই একই সময়ে ডাম্বুলায় মাঠ গড়াবে দ্বিতীয় ম্যাচ। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ খেলে দেশের বিমান ধরবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মো. নাইম শেখ, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

১০ জুলাই - প্রথম টি-টোয়েন্টি - ক্যান্ডি
১৩ জুলাই - দ্বিতীয় টি-টোয়েন্টি - ডাম্বুলা
১৬ জুলাই - তৃতীয় টি-টোয়েন্টি - কলম্বো

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত