এমবাপ্পে জাদুতে রিয়ালের তিনে তিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১০: ৩২
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১: ১১

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রত্যাশিত জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে জাদুতে স্প্যানিশ লা লিগায় লিগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। স্পেনের শীর্ষ লিগে এটা মাদ্রিদের প্রতিনিধিদের টানা তৃতীয় জয়।

বিজ্ঞাপন

লিগে গত ১ মার্চ রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর ঘুরে দাঁড়িয়ে রায়ো ভায়োকানো ও ভিয়ারিয়ালের বিপক্ষে সমান ব্যবধানে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার লিগানেসের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা৷

জিতলেও টেবিলে উন্নতি হয়নি রিয়ালের। যথারীতি দুইয়ে অবস্থান করছে তারা। ২৯ ম্যাচে জায়ান্টদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩২ মিনিটে স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। ৪১ মিনিটের মধ্যে গার্সিয়া ও রাবা জালের দেখা পেলে স্কোরলাইন ২-১ করে লিগানেস। বিরতি থেকে ফেরার দুই মিনিটের মাথায় রিয়ালকে ম্যাচে ফেরান জুড বেলিংহাম। ৭৬ মিনিটে এমবাপ্পে দ্বিতীয় গোলের দেখা পেলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। এই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে রিয়াল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত