মেসির পরই বিশ্বসেরা ফুটবলার ইয়ামাল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৩
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৪

সময়ের আলোচিত ‍ফুটবলার লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার মূল ভরসা বনে গেছেন স্প্যানিশ তরুণ। তাকে লিওনেল মেসির পরই বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করছেন গাভি। একই সুরে সুর মিলিয়েছেন কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক।

কোপা দেল রের শেষ ষোলতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। অলিম্পিক স্টেডিয়ামে দলের জয়ের দিনে একবার জালের দেখা পান ইয়ামাল। এ নিয়ে চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করলেন নয় গোল। এছাড়া সতীর্থদের দিয়ে আরও ১৩ গোল করিয়েছেন ইয়ামাল।

বিজ্ঞাপন

বেতিসের বিপক্ষে ম্যাচের পর ইয়ামাল সম্পর্কে জানতে চাওয়া হলে গাভি বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে ইয়ামালই বিশ্বসেরা ফুটবলার। অবশ্য সেটা মেসির পরে। মেসির পরেই আছে ইয়ামাল।’

ইয়ামালকে নিয়ে গাভির এই মূল্যায়ন সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন ফ্লিক, ‘গাভি একটু আবেগপ্রবণ। এটা সবাই জানে। তবে হ্যাঁ, মেসির পরই আছে ইয়ামাল। এটা এখন সবাই দেখছে। বড় ম্যাচগুলোতে সে দারুণ পারফর্ম করে। সে অনেকবার এমন পারফর্ম করে দেখিয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত