সহজ জয়ে মৌসুম শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮: ৩৬
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯: ০৪

শক্তির বিচার কিংবা নিকট অতীতের পারফরম্যান্স- সবকিছুর বিচারেই মায়োর্কার চেয়ে বেশ এগিয়ে ছিল বার্সেলোনা। তার ওপর প্রাক মৌসুম প্রীতি ম্যাচে শতভাগ জয় তুলে নেওয়ায় বাড়তি আত্মবিশ্বাস যোগ হয় কাতালান শিবিরে। এসবকিছুর স্পষ্ট ছাপ ছিল স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল জায়ান্টরা।

বিজ্ঞাপন

ঘরের মাঠ সন ময়েক্স স্টেডিয়ামে বার্সাকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি মায়োর্কা। ম্যাচের ৩৯ মিনিটে ৯ জনের দলে পরিণট হয় স্বাগতিকরা। ৩৩ মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোর্লানেস। ৬ মিনিট পর সরাসরি লাল কার্ড দেখেন মুরিকি। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে পা অনেক ওপরে তুলে ফেলায় মায়োর্কা ফরোয়ার্ডের বুট লাগে বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়ার মুখে।

মায়োর্কা ম্যাচের বেশিরভাগ সময় দুইজন কম নিয়ে খেলায় কাজটা সহজ হয়ে যায় বার্সার। যদিও প্রতিপক্ষ দল জোড়া লাল কার্ড দেখার আগেই দুই গোলের দেখা পায় তারা। ম্যাচের সপ্তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে জালে বল জড়ান রাফিনহা৷ ২৩ মিনিটে স্কোরলাইন ২-০ করেন ফেররান তরেস। ইয়ামালের জোরালো শট হেডে ঠেকান আন্তোনিও রাইয়ো। এরপর ব্যথায় মাটিতে শুয়ে পড়েন স্বাগতিক অধিনায়ক। তবে রেফারি খেলা বন্ধ না করার বাঁশি বাজাননি। সেই সুযোগে অরক্ষিত বল পেয়ে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধে দুজনকে হারিয়ে রক্ষণে মনোযোগ দেয় মায়োর্কা। সেটা অবশ্য কাজেই দিয়েছে। বিরতির পর বেশকিছু সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। দানি ওলমো, তরেস, ইয়ামাল, গাভি, রাফিনহাদের ফিনিশিংয়ের ব্যর্থতার পাশাপাশি একাধিক দারুণ সেভ দেন মায়োর্কার গোলরক্ষক রোমান। তবে যোগ করা সময়ে ইয়ামালকে আর আটকাতে পারেননি। প্রতিপক্ষের দুইজনের বাধা অতিক্রম করে বাঁ পায়ের শটে জাল কাঁপান সময়ের আলোচিত ফুটবলার ইয়ামাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত