কলাম
খালেদ মাসুদ পাইলট
কোনো সন্দেহ নেই ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাটা কমেছে। খেলা দেখাও কমেছে। জনপ্রিয়তাও কমেছে। কেন কমেছে জানেন? আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, খাবার খুবই ভালো। দিনের পর দিন ওই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু যখন খাবার খারাপ হবে তখন মানুষ যাওয়া কমিয়ে দেবে। আমাদের খেলার মানও রেস্টুরেন্টের খাবারের মতো। যে কারণে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে।
খেলার মান খারাপ হওয়ার পেছনে বেশকিছু কারণ আছে। মানসম্পন্ন ক্রিকেটারের অভাব। দল এই অভাবে ভুগলে পারফরম্যান্স খারাপ হবেই। ১১টা মানসম্পন্ন ক্রিকেটার আপনাকে রেজাল্ট এনে দেবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের দিকে তাকান। তাদের দলে একেকদিন একেকজন জ্বলে ওঠে। ম্যাচ জেতায়। অস্ট্রেলিয়া, ভারতের মতো দলের সঙ্গে বাংলাদেশ দলের তুলনা করুন। তাহলেই বুঝতে পারবেন আমরা কোন জায়গায় আছি। বুমরাহ, গিল, অক্ষর প্যাটেলদের সঙ্গে তুলনা করলে দেখবেন আকাশ পাতাল ব্যবধান। ফারাকটা কিন্তু মানসম্পন্ন ক্রিকেটারের। আর মানসম্পন্ন ক্রিকেটার না আসার পেছনে বড় কারণ মেকানিজম বা উপযুক্ত পরিবেশের অভাব। মানছি এতে ক্রিকেটারদেরও গাফিলতি আছে।
বাংলাদেশ ক্রিকেটকে ব্র্যান্ড বানাতে চাইলে ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টকে একটি পরিবার হতে হবে। একসঙ্গে পরিকল্পনা করতে হবে। রাতারাতি সব পরিবর্তন হবে না। কিন্তু করা সম্ভব। সেক্ষেত্রে পরবর্তী ৫-১০ বছরের জন্য ভালো পরিকল্পনা দরকার। কিন্তু আমরা সেই চেষ্টার বিন্দুমাত্র দেখছি না। আমরা দেখছি শুধু চেয়ার দখলের গুরুত্বই বেশি। বিসিবির নির্বাচন কবে হবে, কে কখন কোন পদে বসবে সে পরিকল্পনাগুলো দেখছি, নোংরা রাজনীতি দেখছি। কখনো কেউ চিন্তা করে না যে, কীভাবে প্রতিটি জেলায় ক্রিকেট চালু করা প্রয়োজন। তো ফল কী দাঁড়ালো? আগেও যা ছিল এখনো তাই। যেই লাউ সেই কদু।
বিসিবির সম্ভাব্য নির্বাচন দুই থেকে তিন মাসের মধ্যে হবে। এটা তো খুবই কম সময়। এই কম সময়ের মধ্যে আপনি বুলবুল ভাইকে দিয়ে কি আশা করবেন? তিনি খেলাধুলার ব্যাপারে অভিজ্ঞ লোক, মাঠের লোক। অনেকদিন ধরে এসিসি, আইসিসির সঙ্গে কাজ করেছেন। তাকে লম্বা সময় দেওয়া উচিত। আমরা ৩০-৪০ বছর ধরেই তো অনেক কিছুই দেখলাম। বুলবুল ভাইয়ের মতো একজনকে দুই থেকে তিন বছর সময় দেওয়া উচিত। দুই মাসের মধ্যে একজন মানুষ বোর্ডের পরিকল্পনা বা নকশা নিয়ে কিছুই করতে পারবেন না। বিসিবিতে আগের মতো কিছু খারাপ মানুষ এখনো আছে। তারা বিভিন্ন রূপ ধারণ করবে। সেটা বুলবুল ভাইয়ের জন্য সমস্যা হবে।
আমার মনে হয় এজন্য গঠনতন্ত্রে বড় একটা পরিবর্তন আনা উচিত। আপনি কিন্তু টাকা দিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলে আসতে পারেন। এটা গঠনতন্ত্রের খুব বাজে দিক। এ কারণেই ক্রিকেট বোর্ডে বাজে রাজনীতি হয়। অন্য দেশগুলোতে দেখেন; শাহরুখ খান, আম্বানির মতো মানুষ টাকা খরচ করে দল কিনলেও বোর্ডে আসতে পারে না। আমাদের ক্রিকেট বোর্ডেও এই মানসিকতা আনতে হবে। তাহলেই শুধু সঠিক নকশা বা পরিকল্পনা মতো আগানো সম্ভব।
# খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
কোনো সন্দেহ নেই ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাটা কমেছে। খেলা দেখাও কমেছে। জনপ্রিয়তাও কমেছে। কেন কমেছে জানেন? আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, খাবার খুবই ভালো। দিনের পর দিন ওই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু যখন খাবার খারাপ হবে তখন মানুষ যাওয়া কমিয়ে দেবে। আমাদের খেলার মানও রেস্টুরেন্টের খাবারের মতো। যে কারণে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে।
খেলার মান খারাপ হওয়ার পেছনে বেশকিছু কারণ আছে। মানসম্পন্ন ক্রিকেটারের অভাব। দল এই অভাবে ভুগলে পারফরম্যান্স খারাপ হবেই। ১১টা মানসম্পন্ন ক্রিকেটার আপনাকে রেজাল্ট এনে দেবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের দিকে তাকান। তাদের দলে একেকদিন একেকজন জ্বলে ওঠে। ম্যাচ জেতায়। অস্ট্রেলিয়া, ভারতের মতো দলের সঙ্গে বাংলাদেশ দলের তুলনা করুন। তাহলেই বুঝতে পারবেন আমরা কোন জায়গায় আছি। বুমরাহ, গিল, অক্ষর প্যাটেলদের সঙ্গে তুলনা করলে দেখবেন আকাশ পাতাল ব্যবধান। ফারাকটা কিন্তু মানসম্পন্ন ক্রিকেটারের। আর মানসম্পন্ন ক্রিকেটার না আসার পেছনে বড় কারণ মেকানিজম বা উপযুক্ত পরিবেশের অভাব। মানছি এতে ক্রিকেটারদেরও গাফিলতি আছে।
বাংলাদেশ ক্রিকেটকে ব্র্যান্ড বানাতে চাইলে ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টকে একটি পরিবার হতে হবে। একসঙ্গে পরিকল্পনা করতে হবে। রাতারাতি সব পরিবর্তন হবে না। কিন্তু করা সম্ভব। সেক্ষেত্রে পরবর্তী ৫-১০ বছরের জন্য ভালো পরিকল্পনা দরকার। কিন্তু আমরা সেই চেষ্টার বিন্দুমাত্র দেখছি না। আমরা দেখছি শুধু চেয়ার দখলের গুরুত্বই বেশি। বিসিবির নির্বাচন কবে হবে, কে কখন কোন পদে বসবে সে পরিকল্পনাগুলো দেখছি, নোংরা রাজনীতি দেখছি। কখনো কেউ চিন্তা করে না যে, কীভাবে প্রতিটি জেলায় ক্রিকেট চালু করা প্রয়োজন। তো ফল কী দাঁড়ালো? আগেও যা ছিল এখনো তাই। যেই লাউ সেই কদু।
বিসিবির সম্ভাব্য নির্বাচন দুই থেকে তিন মাসের মধ্যে হবে। এটা তো খুবই কম সময়। এই কম সময়ের মধ্যে আপনি বুলবুল ভাইকে দিয়ে কি আশা করবেন? তিনি খেলাধুলার ব্যাপারে অভিজ্ঞ লোক, মাঠের লোক। অনেকদিন ধরে এসিসি, আইসিসির সঙ্গে কাজ করেছেন। তাকে লম্বা সময় দেওয়া উচিত। আমরা ৩০-৪০ বছর ধরেই তো অনেক কিছুই দেখলাম। বুলবুল ভাইয়ের মতো একজনকে দুই থেকে তিন বছর সময় দেওয়া উচিত। দুই মাসের মধ্যে একজন মানুষ বোর্ডের পরিকল্পনা বা নকশা নিয়ে কিছুই করতে পারবেন না। বিসিবিতে আগের মতো কিছু খারাপ মানুষ এখনো আছে। তারা বিভিন্ন রূপ ধারণ করবে। সেটা বুলবুল ভাইয়ের জন্য সমস্যা হবে।
আমার মনে হয় এজন্য গঠনতন্ত্রে বড় একটা পরিবর্তন আনা উচিত। আপনি কিন্তু টাকা দিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলে আসতে পারেন। এটা গঠনতন্ত্রের খুব বাজে দিক। এ কারণেই ক্রিকেট বোর্ডে বাজে রাজনীতি হয়। অন্য দেশগুলোতে দেখেন; শাহরুখ খান, আম্বানির মতো মানুষ টাকা খরচ করে দল কিনলেও বোর্ডে আসতে পারে না। আমাদের ক্রিকেট বোর্ডেও এই মানসিকতা আনতে হবে। তাহলেই শুধু সঠিক নকশা বা পরিকল্পনা মতো আগানো সম্ভব।
# খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে