না খেলতে মেসিদের প্রতি খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৪: ০০

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে ম্যাচ হোক সেটা চাইছে না অ্যাঙ্গোলার সাধারণ মানুষ। এজন্য ইতোমধ্যে আর্জেন্টিনা জাতীয় দল, দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এএফএ) ও লিও মেসি ফাউন্ডেশনের কাছে খোলা চিঠি লিখেছে অ্যাঙ্গোলার নাগরিক সমাজের চারটি সংগঠন। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আগামী নভেম্বরে স্বাধীনতা অর্জনের ৫০ বছরে পা রাখবে অ্যাঙ্গোলা। সেই উপলক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে মধ্য আফ্রিকার দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইতোমধ্যে ম্যাচটির সময় সূচি নিয়ে আলোচনা চলছে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে। যদিও জনগণ না চাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়ে।

বিজ্ঞাপন

বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, অ্যাঙ্গোলার এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্রতার মধ্যে জীবন যাপন করে। এছাড়া দেশটির ২২.৫ শতাংশ জনগণ অপুষ্টিতে ভুগছে।

ওই খোলা চিঠিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্পদ যখন বড় ধরনের কোনো ক্রীড়া অনুষ্ঠানের জন্য ব্যয় করা হচ্ছে তখন দেশের হাজার হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক নাগরিক ক্ষুধা, খাদ্য ঘাটতি ও রক্তশূন্যতায় ভুগছে। তাই আর্জেন্টিনা যদি ম্যাচটি না খেলতে আসে তাহলে সেটা হবে আন্তর্জাতিক সংহতি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার একটি বড় নজির।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত