দ্বিপাক্ষীক সিরিজ খেলতে অতীতে কখনও পাকিস্তান সফর করেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল। সে অপেক্ষা ফুরাতে পারতো আগামী সেপ্টেম্বর-অক্টোবরের সফরে। কিন্তু সূচিজনিত জটিলতায় আইরিশদের পাকিস্তান সফরের অপেক্ষা এবারও ফুরাচ্ছে না- এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে পাকিস্তান সফর করার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু ব্যস্ত সূচির কারণে ইউরোপের দলটির বিপক্ষে হোম সিরিজটি ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৪ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটির ঘোষণা দেয় পিসিবি। নিজেদের অফিসিয়াল ক্যালেন্ডারেও আইরিশদের বিপক্ষে সাদা বলের সিরিজ দুটি উল্লেখ করেছে সংস্থাটি। ইএসপিএনক্রিকইনফোর দাবি, স্থগিত হওয়ায় নতুন কোনো সূচিতে সিরিজ দুটি আয়োজন করতে চাই দুই দেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফর শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে পাকিস্তান। এই সফর শেষে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এরপর আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান। এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। এমন ব্যস্ত সূচিতে তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি।

