কাবরেরার পদত্যাগ চেয়ে অপসারিত শাহিন!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১: ৩০

বাফুফের ন্যাশনাল টিমস কমিটি থেকে অপসারিত হলেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন! গত ১৪ জুন বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে বসেন তিনি। তখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন বাফুফের অন্য কর্মকর্তারা।

এই ঘটনার দুই সপ্তাহ না যেতেই ন্যাশনাল টিমস কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো বাফুফে কার্যনির্বাহী কমিটির এই সদস্যকে। গতকাল বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত অব্যাহতিপত্র পেয়েছেন শাহিন। তবে তাকে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি উল্লেখ নেই অব্যাহতিপত্রে।

শাহীন জানান, ‘সভাপতি স্বাক্ষরিত চিঠি আমি পেয়েছি। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কোনো সমস্যা নেই। নির্বাহী কমিটিতে তো আছি। তবে আমি এখনো মনে করি বাংলাদেশ দলের স্বার্থে হাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। আমি মনে করি এটি অনেকেরই দাবি।’ এদিকে নির্বাহী কমিটির আরো দুই সদস্য বিতর্কিত মন্তব্য করলেও শাস্তি পাননি।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত